নিজস্ব প্রতিবেদন: বীরভূমে জমে উঠেছে অনুব্রত-লকেটের তরজা। দিন কয়েক আগে লকেটের হুঁশিয়ারির পর অনুব্রত বলেছিলেন, ''বাচ্চা মেয়ে, বুদ্ধিশুদ্ধি নাই। ছোট বোনের মত। আদর করে দেব। আর কিছু বলব না।" শনিবার বীরভূমের সভা থেকে তার জবাব দিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকেট চট্টোপাধ্যায় বলেন, ''ছোট বোন বলে আদর করতে হবে না। এর পর থেকে এই ধরনের কথা বললে চাবকে চোদ্দ করে দেব।'' তাঁর অভিযোগ,''সভায় আসার পথে বিজেপি কর্মীদের আটকানো হয়েছে। মারধরও করেছে তৃণমূল।''


আরও পড়ুন- বিশ্ব বাংলার অনুমোদন নয়, লোগোর স্বীকৃতি দিয়েছে কেন্দ্র: মুকুল


এদিন অনুব্রতর বিরুদ্ধে চাল কলের দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন মুকুল রায়। নাম না করে তাঁর অভিযোগ, ভোলে বোম নামে একটি চাল কল থেকে  হাজার ১৩ কুইন্টাল ১৮,০২৭ বস্তা চাল কিনেছে প্রশাসন। কেন একটি মাত্র চাল কল থেকেই চাল কেনা হল? মুকুলের অভিযোগ উড়িয়ে দেন অনুব্রত মণ্ডল।