Locket Chatterjee: `৫০০ টাকায় মহিলাদের সম্মান কিনছে তৃণমূল`, বিস্ফোরক লকেট!
আজ সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন। গ্রামে গিয়ে তথ্যতালাশ খোদ চেয়ারপার্সনের। মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্দেশখালি ইস্যুতে সরব লকেট চট্টোপাধ্য়ায়। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগে সরব লকেট। চাঁছাছোলা ভাষায় নিশানা করলেন রাজ্য সরকারকে। বিজেপি সাংসদ নেত্রী তোপ দাগেন, বাম আমল থেকে সন্দেশখালিতে দুর্নীতি চলছে। তিনি বলেন, সন্দেশখালিতে গরিব মানুষের জমি ছিনিয়ে নেওয়া হয়। মহিলাদের উপর অত্য়াচার করা হয়। রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। উত্তম সরদার ও শিবু হাজরা গ্রেফতার হলেও, শেখ শাহজাহান কোথায়? এখনও অধরা কেন শেখ শাহজাহান? সন্দেশখালিতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মহিলাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। ৫০০ টাকায় মহিলাদের সম্মান কিনছে তৃণমূল। দেশের কাছে কলঙ্কিত হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মানুষ এর জবাব দেবে। তৃণমূল সরকারকে উৎখাত করবে জনগণ।
প্রসঙ্গত আজ সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন। দুই সদস্যের টিমের পর এবার গ্রামে গিয়ে তথ্যতালাশ খোদ চেয়ারপার্সনের। মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি জেলা পুলিস সুপার এবং জেলা শাসকের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। পরে দিল্লি ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবেন। এর আগেও জাতীয় মহিলা কমিশনের দু’জন প্রতিনিধি সন্দেশখালি গিয়েছিলেন। মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালি গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এবার আজ, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা নিজে সন্দেশখালি গ্রাউন্ড জিরোয়।
দু’দিনের সফর শেষ করে মঙ্গলবার সন্ধেয় রেখা শর্মা ফিরে যাবেন দিল্লি। পদে পদে পুলিস প্রশাসনের অসহযোগিতা। সন্দেশখালি সরেজমিনে রাজ্যের ভূমিকায় খড়গহস্ত রেখা শর্মা। বারবার সাক্ষাত্ এড়াচ্ছেন ডিএম এসপিরা। তদন্তে ভূরি ভূরি গাফিলতি। তোপ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের। গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের ইন্ধনে দীর্ঘদিন ধরে নারীদের উপর নির্যাতন চলত সন্দেশখালিতে। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে গণধর্ষণের অভিযোগ করেন এক মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তৃণমূল নেতা উত্তম সরদার ও শিবু হাজরা।
আরও পড়ুন, Mamata Banerjee: সন্দেশখালিকাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী, পুলিসকে স্বতঃপ্রণোদিত মামলা রুজুর নির্দেশ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)