নিজস্ব প্রতিবেদন: কল্যাণ প্রকল্পের নামে রুগ্ন ছাগল বিলি করা হচ্ছে লোধা - শবর পরিবারগুলিকে। তেমনই অভিযোগ আদিবাসী জনজাতি দুটির সদস্যদের। ঝাড়গ্রাম জেলা জুড়ে এমনই অভিযোগ উঠেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, ঝাড়গ্রামের জামবনি ব্লকে লোধা - শবরদের মধ্যে বিলি করা ছাগলে মড়ক লেগেছে। রুগ্ন ছাগল বিলি করাতেই ছাগল মরতে শুরু করেছে বলে দাবি। জেলাশাসকের দফতর থেকে লোধা - শবর স্ব-সহায়ক দলগুলিকে বিলি করা হয়েছিল এই ছাগলগুলি। জামবনির লালবাঁধের আদিবাসীর সরকারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করা হয়েছে। 


গলায় চিনা মাঞ্জা জড়িয়ে মৃত্যু কিশোরের


ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর সদস্যদের প্রশ্ন, গ্রামবাসীদের আর্থিক বিকাশের জন্য ছাগল বিলি করা হচ্ছে। কিন্তু রুগ্ন ছাগল দিয়ে কী ভাবে আর্থিক বিকাশ সম্ভব? ছাগল নেওয়ার কয়েক দিনের মধ্যেই সেগুলি মারা যাচ্ছে। খাটাখাটনি সব জলে যাচ্ছে। এর জন্য বেশ কয়েকটি স্বনির্ভর দল ছাগল নিতে অস্বীকার করেছে। 


বিষয়টি জানা নেই বলে জানিয়ে জামবনির বিডিও সৈকত দে বলেন, 'কারও ছাগল মারা গেলে তাদের ফের ছাগল দেওয়া হবে। আর ছাগলের বিমা করানো রয়েছে। ফলে মরা ছাগলের জন্য ক্ষতিপূরণ পাবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।'