বিধান সরকার: মা চার লাখ! চিৎকার করে বিশালক্ষ্মী মায়ের কাছে রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য প্রার্থনা করলেন মন্ত্রী বেচারাম মান্না। হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উন্মাদনা চলছেই। শুক্রবার সপ্তগ্রাম বিধানসভা এলাকায় প্রচার করেন রচনা। প্রথমে সেনেট বিশালক্ষ্মী মন্দিরে পুজো দেন। সেখানে প্রার্থীর সঙ্গে ছিলেন,মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসীমা পাত্র, তপন দাশগুপ্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Debangshu Bhattacharya: 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর বাড়ি এসেছেন,' জানালেন দেবাংশু! আসল গল্প অন্য...


মন্দিরের গর্ভগৃহে বিশালক্ষ্মী মায়ের সামনে পুজো দেওয়ার সময় বেচারাম মান্নাকে চিৎকার করে বলতে শোনা যায়, "মা চার লাখ, মা চার লাখ চাই"। পাশ থেকে একজন বল ওঠেন, তবেই জবাব দেওয়া যাবে। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্রে তৃণমূলের ফেভারিট রত্না দে নাগকে পরাজিত করেছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। সেইবার তারকা এনে মাত দিয়েছিল বিজেপি। এবার তৃণমূলও তারকা প্রার্থী দাঁড় করিয়েছে।


গতবারে পরাজয় মেনে নিতে পারেনি তৃণমূল। তাই লকেটের বিরুদ্ধে রচনাকে ময়দানে নামিয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় দলের বেঁধে দেওয়া কর্মসূচী অনুযায়ী প্রায় প্রতিদিন প্রচারে বের হচ্ছেন। একটা একটা করে বিধানসভা এলাকায় ঘুরছেন। মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিচ্ছেন। এদিন সপ্তগ্রামের সেনেট গোস্বামী মালিপাড়ায় হুডখোলা গাড়িতে রোড শো করেন।


রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে জেতালে হুগলির মানুষ তাদের দুঃখ তাদের অভিযোগের কথা আমাকে বলতে পারব,যা এতদিন পারেননি।



আরও পড়ুন, Loksabha Election 2024 | Abhishek Banerjee: 'বাংলায় হারার পর কেন্দ্র এক পয়সাও দেয়নি', অভিষেকের নিশানায় বিজেপি!


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)