নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই বিক্ষোভের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। এদিন বাড়ি থেকে বেরনোর মুখেই তিনি খবর পান কেশপুরের একটি বুথে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-ভোটের আগের রাতে গোপীবল্লভপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে 'খুন'  


ওই খবর পেয়ে সেখানেই পৌঁছে যান ভারতী। বিজেপি এজেন্টদের নিয়ে বুথে ঢুকতে গেলে তাঁকে ঘিরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের মধ্যে। হুড়োহুড়ির মধ্যে পড়ে আহত হন ভারতী। তাঁর পায়ের নখ উপড়ে যায়।


আরও পড়ুন-সাত রাজ্যের ৫৯ আসনে আজ ভোটগ্রহণ, দেখে নিন লড়াইয়ের ময়দানে রয়েছেন যেসব স্টার প্রার্থী


এদিন সকালে কেশপুরের ঘোটঘেরা অঞ্চলে বিজেপি সমর্থকদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বুথে আসার আগেই তাদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বোমা ফাটানো হয় বলেও অভিযোগ। একটি বুথের পোলিং এজেন্ট অভিযোগ করেন তাঁকে বসতে দেওয়া হচ্ছে না। তাকে নিয়েই বুথে যান ভারতী। তার পরেই ওই ঘটনা। এনিয়ে রিপোর্ট তলব করল কমিশন।