নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন সমীকরণের কথা মাথায় রেখে এবার বসিরহাটে অরাজনৈতিক ব্যক্তিত্ব নুসরত জাহানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এই আসনটি তৃণমূল দখলে থাকলেও এখানে সিপিআই বেশ শক্তিশালী। তবে রাজনৈতিক মহলের মতো এবার এই আসনে লড়াই তৃণমূল বনাম বিজেপির। সেক্ষেত্রে নুসরত কী করতে পারেন সেটাই দেখার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কমিশনের নির্দেশ কার্যত অগ্রাহ্য, ১০টায় স্বরাষ্ট্রমন্ত্রকে গরহাজির রাজীব কুমা


নুসরত জাহান রুহি, তৃণমূল কংগ্রেস


বয়স-২৮


ঠিকানা-আহিরিপুকুর, কড়েয়া রোড, কলকাতা-১৯


আয়-২৫,৬৭,১২৫ টাকা(২০১৭-১৮)


মামলা-নেই


হাতে নগদ- ৫,০০,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ৮৮,৩৮,৩৯১ টাকা


স্থাবর সম্পত্তি- ২,০০,০০,০০০ টাকা


ঋণ-১,৬৮,৮১,৬০৮ টাকা


শিক্ষা-দ্বাদশ শ্রেণি


পেশা-অভিনয়


সায়ান্তন বসু, বিজেপি


বয়স-৪২


ঠিকানা-সল্টলেক, কলকাতা


আয়- ১,৮৪,২৮০ টাকা(২০১৭-১৮), স্ত্রী- ২,৯৫,১৩০ টাকা(২০১৭-১৮)


মামলা-একাধিক


হাতে নগদ-২৫,৭২০ টাকা,  স্ত্রী-১৫,২০৩ টাকা


অস্থাবর সম্পত্তি-১৮,৭৬,৮০৫ টাকা,  স্ত্রী-৩৫,২২,৭৯৯ টাকা


স্থাবর সম্পত্তি- নেই, স্ত্রী- নেই


ঋণ- নেই, স্ত্রী-নেই


শিক্ষা-এমবিএ


পেশা-স্বনিযুক্ত, স্ত্রী-চাকুরি


আরও পড়ুন-পরিকল্পনা করেই মমতাকে নিশানা করেছেন মোদী-অমিত জুটি: মায়াবতী


 


পল্লব সেনগুপ্ত, সিপিআই


বয়স-৬৯


ঠিকানা-উত্তরপাড়া, হুগলি


আয়-১,৩২,০০০ টাকা, স্ত্রীর আয়-৫,০৬,২৩০ টাকা


মামলা-নেই


হাতে নগদ-১০০০ টাকা, স্ত্রী-৩০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-৫,৩৩,৯২০ টাকা, স্ত্রীর-৩৩,৩৪,৩৭৬ টাকা


স্থাবর সম্পত্তি-নেই, স্ত্রী-২১,৬০,০০০ টাকা


ঋণ-নেই, স্ত্রীর-নেই


শিক্ষা-স্নাতক


পেশা-সমাজসেবা


 


কাজি আবদুর রহিম, কংগ্রেস


বয়স-৫১


ঠিকানা-যদুরহাটি, উত্তর ২৪ পরগনা


আয়- রেকর্ড নেই(২০১৮-১৯), স্ত্রী-রেকর্ড নেই


মামলা-১


হাতে নগদ-৩০০০০ টাকা, স্ত্রী-নেই


অস্থাবর সম্পত্তি- ৫৪,৬৫১ টাকা, স্ত্রী-২.৪০ লাখ টাকা


স্থাবর সম্পত্তি-নেই টাকা, স্ত্রী-নেই


ঋণ-নেই, স্বামী-নেই


আয়ের উত্স-চাষাবাস


শিক্ষা-এমএ(গ্লোবাল ওপেন ইউনিভার্সিটি, নাগাল্যান্ড)


পেশা-সমাজসেবী