নিজস্ব প্রতিবেদন:  গতবার জেতা আসন ধরে রাখতে এবার জোর লড়াই বাবুল সুপ্রিয়র সামনে। সেক্ষেত্রে আসানসোলে মুনমুন সেন কিছু করতে পারেন কিনা সেটাই দেখার। তবে বামফ্রন্টও তাদের শক্তি দেখাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। জেনে নিন এই আসনের ৪ প্রার্থী সম্পর্কে বিস্তারিত।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শ্রীমতি দেব বর্মা(মুনমুন সেন), তৃণমূল কংগ্রেস


বয়স- ৬৫ বছর


ঠিকানা-বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা


আয়- ২০,৬৪,২৭০টাকা(২০১৮-১৯), স্বামী-২,২৯,৩৭০ টাকা


মামলা-নেই


হাতে নগদ- ৩,১৫,৭৭০ টাকা, স্বামী-কোনও নগদ হাতে নেই


অস্থাবর সম্পত্তি- ৪৬,৮৮২,৬৭৩ টাকার, স্বামী-৩,৭৫৯,৮৯০ টাকার


স্থাবর সম্পত্তি-৫০,১৯০,০০০ টাকা, স্বামী-৭,৫০,০০০ টাকার


ঋণ-নেই


শিক্ষা-এমএ(তুলনামূলক সাহিত্য)


পেশা-অভিনয়


 


বাবুল সুপ্রিয় বড়াল, বিজেপি


 


বয়স- ৪৮ বছর


ঠিকানা-মহিশীলা কলোনি, আসানসোল


আয়-৬,১৫,২৮৫(২০১৭-১৮)


স্ত্রীর আয়-নেই


মামলা- নেই


হাতে নগদ-৪৬,০০০ টাকা, স্ত্রী হাতে-৩২,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-১,৩০,১৮,৩২১ টাকার, স্ত্রী-১৫,৪৭,২০০ টাকার


স্থাবর সম্পত্তি-২,৫৫,০০,০০০ টাকা, স্ত্রী-১৮,০০,০০০ টাকার।


ঋণ-৩৬,১০,৩১৩ টাকা স্ত্রী-২১,১১,৮১৭ টাকা


শিক্ষা-বি কম


পেশা-সমাজসেবা


 


গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, সিপিএম


বয়স-৫৯


ঠিকানা-উখরা, পশ্চিম বর্ধমান


আয়- ২,২৩,১৬০ টাকা(২০১৭-১৮)।


স্ত্রীর আয়-প্রযোজ্য নয়


মামলা-৩টি


হাতে নগদ-২,২০০ টাকা, স্ত্রীর-প্রযোজ্য নয়


অস্থাবর সম্পত্তি-১৬,১৮,৪০০ টাকার, স্ত্রীর-প্রযোজ্য নয়


স্থাবর সম্পত্তি- টাকার, স্ত্রীর- টাকার


ঋণ-নেই


শিক্ষা-এমএ


পেশা-সমাজকর্মী


 


বিশ্বরূপ মন্ডল, কংগ্রেস


বয়স-৩৭


ঠিকানা-মানকুন্ডু, হুগলি


আয়- ৪,২৫,৭১৬(২০১৭-১৮)


স্ত্রীর আয়- ৫,৩৯,৯১৯(২০১৭-১৮)


মামলা-নেই


হাতে নগদ-৪০,০০০ টাকা, স্ত্রী-২৫,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ২২,৭৩,৫০০ টাকার, স্ত্রীর-৫৩,৮৯,৯০৮ টাকার


স্থাবর সম্পত্তি-১৫,০০,০০০, স্ত্রীর-১০,০০,০০০ টাকার


ঋণ-১৭,০৭,৯৫৯, স্ত্রীর-৯,২১,৮১৮ টাকার


আয়-পেনশন, স্ত্রী-চাকরি


শিক্ষা-উচ্চমাধ্যমিক


পেশা-অবসরপ্রাপ্ত সেনা, সমাজসেবা