ভিডিয়ো: ৫ বছর পরে হলেও তৃণমূলের প্রার্থীই হতাম, এক্সক্লুসিভ নুসরত
মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের আদর্শ প্রতিরূপ, মত নুসরতের।
নিজস্ব প্রতিবেদন: বসিরহাট থেকে তৃণমূলে প্রার্থী হয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। রূপোলি পর্দা থেকে এবার বাস্তবের মাটিতে চ্যালেঞ্জের মুখে জনপ্রিয় এই অভিনেত্রী। প্রার্থী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন নুসরত।
জি ২৪ ঘণ্টায় এক্সক্লুসিভ সাক্ষাত্কারে নুসরত বলেন,''চিরকাল দিদির পাশে ছিলাম। দিদি মানুষের জন্য যা করেছেন, মনে হয়েছে মানুষের কাছে গিয়ে ভাল করতে পারি''।
আগে থেকে কি জানতে পেরেছিলেন? নুসরতের জবাব, আমি খবর পাইনি। কাজে ব্যস্ত ছিলাম। মিডিয়ার বন্ধুরাই আঁচ দিচ্ছিল। নুসরতের সংযোজন, কিচ্ছু বুঝতে পারছি না। দলের কাছে কৃতজ্ঞ। বিশাল বড় দায়িত্ব। নার্ভাস লাগছে।
বসিরহাট কেন্দ্রে এবার ইদ্রিশ আলিকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। আর সে কারণেই বাদ পড়েছেন ইদ্রিশ।
আরও পড়ুন- নজিরবিহীন! ভোটের অনেক আগেই শুক্রবার রাজ্যে চলছে আসছে বাহিনী