নিজস্ব প্রতিবেদন: সুলতান আহমেদের পুরনো আসন ধরে রাখতে পারবেন সাজদা আহমেদ? এটাই এখন বড় প্রশ্ন। এই কেন্দ্রে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের মতে লড়াই হবে মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে। তবে ভোট কাটাকাটি একটা বড় ভূমিকা নেবে এই কেন্দ্রে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-উপড়াল গাছ, উড়ল বাড়ি, ফণি সরতেই রোদ উঠল দিঘায়


সাজদা আহমেদ,  তৃণমূল কংগ্রেস


বয়স-৫৭


ঠিকানা-যদুবেড়া উত্তর, হাওড়া


আয়-৭,৩০,৬২৮ টাকা(২০১৭-১৮)


মামলা-নেই


হাতে নগদ- ৮৫,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ২২,০৫,৬৪৪ টাকা


স্থাবর সম্পত্তি- ২৫,০০০০০টাকা


ঋণ-৫৩,২২,৬১৫


শিক্ষা-বিএ


জয় বন্দ্যোপাধ্যায়, বিজেপি


বয়স-৫৬


ঠিকানা-বেহালা কলকাতা


আয়- ৪,৫৫,৪৩২ টাকা(২০১৭-১৮)


স্ত্রীর আয়-রেকর্ড নেই


মামলা-২টি


হাতে নগদ- ৫৫,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ২,৪৬,৯৩৩ টাকা


স্থাবর সম্পত্তি- নেই


ঋণ-নেই


স্ত্রী-নেই


শিক্ষা-বিএ


পেশা-ব্যবসা


আরও পড়ুন-ফণির ছোবল থেকে কেন রক্ষা কলকাতার? আবহাওয়া দফতর জানাল ৪ কারণ


 


মাকসুদা খাতুন, সিপিএম


বয়স-৫৮


ঠিকানা-টালিগঞ্জ, কলকাতা


আয়-১১,৪৭,৪১০ টাকা(২০১৭-১৮)


স্বামীর আয়- ৩,৬৫,৯৪০ টাকা(২০১৮-১৯)


মামলা-নেই


হাতে নগদ- ১৩,০০০ টাকা, স্বামী-৫,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-২৫,১৪,২৬২ টাকা, স্বামী-৪,৬৪,৪৭৪ টাকা


স্থাবর সম্পত্তি- ৬১,০০,০০০ টাকা, স্বামী-৩৫,০০,০০০ টাকা


ঋণ-২৮,৭৬,৩৫৩ টাকা, স্বামী-নেই


শিক্ষা-ডক্টরেট


পেশা-চাকুরি, স্বামী-অবসরপ্রাপ্ত


 


সোমা রানিশ্রী রায়, কংগ্রেস


বয়স-৪০


ঠিকানা-পিকনিক গার্ডেন, কলকাতা


আয়-রেকর্ড নেই, স্বামী-রেকর্ড নেই


মামলা-নেই


হাতে নগদ-৫,০০,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ২০,০০,০০০ টাকা


স্থাবর সম্পত্তি-২৫,০০,০০০ টাকা


ঋণ-নেই


আয়- টাকা, স্বামী- টাকা


শিক্ষা-এমএ


পেশা-নেই