নিজস্ব প্রতিবেদন: এবার হাওড়ায় জোর লড়াই। তৃণমূল ও কংগ্রেসের মধ্যে এই আসনে দ্বিমুখী লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কোনও কোনও মহল মনে করছে সিপিএমও এখানে ভালো লড়াই দেবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-উপড়াল গাছ, উড়ল বাড়ি, ফণি সরতেই রোদ উঠল দিঘায়


প্রসূন বন্দ্যোপাধ্যায়,  তৃণমূল কংগ্রেস


বয়স-৬৪


ঠিকানা-কেস্টপুর, বাগুইআটি, উত্তর ২৪ পরগনা


আয়- ১২,৪১,০৫০ টাকা(২০১৭-১৮), স্ত্রী- নেই


মামলা-১টি


হাতে নগদ-৯,৫০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ৮৩,১২,৫৬৬ টাকা


স্থাবর সম্পত্তি- ২২,০০০০০ টাকা


ঋণ-নেই


শিক্ষা-বিএসসি


পেশা-সমাজসেবা


 


রন্তিদেব সেনগুপ্ত, বিজেপি


বয়স- ৬০


ঠিকানা-মানিকতলা, কলকাতা


আয়- ২,৪৯,৯৬০ টাকা(২০১৭-১৮)


স্ত্রীর আয়-নেই


মামলা-নেই


হাতে নগদ- ৪,০০০ টাকা, স্ত্রী-৫,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি- ৮,২৮,০০০ টাকা, স্ত্রী-৭,৭৬,৮৯০ টাকা


স্থাবর সম্পত্তি-১৭,৬৫,০০০ টাকা


ঋণ-নেই


স্ত্রী-নেই


শিক্ষা-এমএ


পেশা-অবসরপ্রাপ্ত


আরও পড়ুন-ফণির দাপটে মৃতের সংখ্যা বেড়ে ৯, সোমবার ওড়িশা যাচ্ছেন মোদী


 


সৌমিত্র অধিকারী, সিপিএম


বয়স-৪৪


ঠিকানা-বাকসারা, হাওড়া


আয়-রেকর্ড নেই


স্ত্রীর আয়-রেকর্ড নেই


মামলা-নেই


হাতে নগদ-৫,০০০টাকা, স্ত্রী-২,০০০টাকা


অস্থাবর সম্পত্তি-১৭,৫৮,৫৮৮ টাকা, স্ত্রীর-১,৮৭,৩১২ টাকা


স্থাবর সম্পত্তি- নেই, স্ত্রী-নেই


ঋণ-নেই


শিক্ষা-এলএলবি


পেশা-পার্টি কর্মী, স্ত্রী-গ্রুপ ডি কর্মী(অস্থায়ী)


 


শুভ্রা ঘোষ, কংগ্রেস


বয়স-৬১


ঠিকানা-সার্দান অ্যাভিনিউ, কলকাতা


আয়- ১৫,০০,০০০(২০১৮-১৯)


স্বামী- ১২,৩০,২৪০ টাকা(২০১৬-১৭)


মামলা-নেই


হাতে নগদ-২১৪৩ টাকা, স্বামী-৪০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-২৭,০০,০০০ টাকা, স্বামী-১৯,০০,০০০ টাকা


স্থাবর সম্পত্তি-২৭,০০,০০০, স্বামী-২০,০০,০০০ টাকা


ঋণ-৫,১৩,৪২৫ টাকা, স্ত্রীর-নেই


আয়-মাসে ১০,০০০ টাকা, স্বামী-৩০,০০০ টাকা


শিক্ষা-বিএ


পেশা-সমাজসেবা, ব্যবসা