নিজস্ব প্রতিবেদন: এবার মালদহ উত্তরে চতুর্মুখী লড়াই। তবে দলবদলের একটা প্রভাব ভোটে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মৌসম নুর যেমন দল বদল করেছেন তেমনি শিবির বদল করেছেন খগেন মুর্মুও। তার প্রভাব কতটা পড়ে সেটাই দেখার। জেনে নিন প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মালদহ, উত্তর


মৌসম নুর, তৃণমৃল কংগ্রেস


বয়স-৩৯


ঠিকানা-শাহজালাল পুর, মালদহ


আয়- ৪,৮১,৭৮০(২০১৭-১৮), স্বামী-৩,৪৫,৮৬০(২০১৭-১৮)


মামলা-২


হাতে নগদ-৯০৪৫০


অস্থাবর সম্পত্তি-৫২,৯১,১৩৬.৮৬ টাকা, স্বামী-২০,৯৫,৫৪৬ টাকার।


স্থাবর সম্পত্তি-৭৪০০০০০ টাকা(উত্তরাধিকার সূত্রে)


ঋণ-৩,৮৬,৮৯৬


শিক্ষা-এলএলবি


পেশা-আইনজীবী


 


খগেন মুর্মু, বিজেপি


বয়স-৫৯


ঠিকানা-কদমপুকুর, গাজোল, মালদহ


আয়- ২,৮৭,৫৭০(২০১৮-১৯), স্ত্রী-২,৯৫,৮৩০(২০১৮-১৯)


মামলা-৪


হাতে নগদ-৩০,০০০ টাকা, স্ত্রী-২০,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-২০,১৩,৫৪৩ টাকা, স্ত্রীর-১৮,৫৬,০৯৭ টাকার।


স্থাবর সম্পত্তি- ৬০,৫০০টাকা, স্ত্রীর-১৪,৮১,৫০০


ঋণ-৩,৬৬,২০০ টাকা, স্ত্রীর-১,৬৯,২৫৭ টাকা


শিক্ষা-স্নাতক


পেশা-কৃষিকাজ, স্ত্রী-আইসিডিএস কর্মী


 


ইশা খান চৌধুরী, কংগ্রেস


বয়স-৪৭


ঠিকানা-শাহ জালালপুর, মালদহ


আয়- ৯৩,৬৩০(২০১৭-১৮), স্ত্রী- ১৭০৯৭৭০(২০১৭-১৮)


মামলা-নেই


হাতে নগদ-৩০,০০০ টাকা, স্ত্রী-২৫,০০০ টাকা


অস্থাবর সম্পত্তি-৭,৫১,৯৫০ টাকা, স্ত্রী-৭৪,৬১,৫৫৪ টাকা


স্থাবর সম্পত্তি-৪,০০,০০০ টাকা


ঋণ-নেই, স্ত্রী-৩,৫৪,২৫৪ টাকা


শিক্ষা-উচ্চমাধ্যমিক স্তর


পেশা-ব্যবসা, সমাজসেবা, স্ত্রী-ব্যবসা


 


বিশ্বনাথ ঘোষ, সিপিএম


বয়স-৬৯


ঠিকানা-, বিবেকানন্দ পল্লী, ইংরেজবাজার, মালদহ


আয়- (২০১৭-১৮), স্ত্রী-(২০১৭-১৮)


মামলা-১


হাতে নগদ-২০,১০১ টাকা, স্ত্রী- ২১,১০১ টাকা


অস্থাবর সম্পত্তি- ১৮,৩৩,৮৭১ টাকা, স্ত্রী- ২৫,৯৪,৯০৮ টাকা


স্থাবর সম্পত্তি- ১৯,৫০,০০০ টাকা, স্ত্রী-৪৬,০০,০০০ টাকা


ঋণ-নেই, স্ত্রীর-নেই


শিক্ষা-স্নাতক


পেশা-রাজনীতি, স্ত্রী-অবসরপ্রাপ্ত শিক্ষক