``জয় শ্রী রাম বলতে গেলে কি এবার পাকিস্তান যেতে হবে?``, মমতাকে কটাক্ষ অমিতের
``পুলিশকে সামনে রেখে অক্সিজেন নিচ্ছেন মমতা। মমতা ২০২১ পর্যন্ত থাকতে পারবেনা।``
নিজস্ব প্রতিবেদন: ''জয় শ্রী রাম বললে, এখন মমতাদিদির অসুবিধা হয়। তাহলে কি আমরা পাকিস্তানে কি জয় শ্রী রাম বলব?''
পশ্চিম মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে বললেন অমিত শাহ।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, '' জয় শ্রীরাম বললে মমতাদিদির অসুবিধা হচ্ছে। দিদি রাম নাম এদেশে না নিলে কি পাকিস্তানে গিয়ে নেব?''
তাঁর কটাক্ষ, ''মমতাদিদি আপনার যা ইচ্ছা করুন। মোদী মোদী মানুষ এমনি বলছে না। এটা মানুষের আশির্বাদ।'' দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, '' বাংলাকে সন্ত্রাসমুক্ত করতে হবে। ২৩-এর বেশি আসনে বিজেপি জিতবে। ভারতীদিদি জিতবেই। বাংলা মমতার বিরুদ্ধে জনাদেশ দেবেই।''
তাঁর অভিযোগ, ''শরনার্থীদের মিথ্যা ভয় দেখাচ্ছেন মমতা। আমরা NRC আনব। বাংলা মানেই সিন্ডিকেট ট্যাক্স। দুনীর্তির সব পয়সা ভাইপোর কাছে যায়। আর ভাইপো তা বিদেশে পাঠায়।'' এদিনের সভা থেকে আরও একবার অমিত শাহ ডাক দিলেন, ''মোদীকে বাংলা থেকে ২৩টা আসন দিন। দেখুন বাংলায় কী হয়। ''
এদিনের সভায় ভারতী ঘোষ বলেন, ''এই নির্বাচন আসলে ধর্ম যুদ্ধ। মমতার আমলে সারদা, নারদা দেখেছে মানুষ। দুর্নীতি দেখেছে।
এটা অসুস্থ সরকার। পুলিশকে সামনে রেখে অক্সিজেন নিচ্ছেন মমতা। মমতা ২০২১ পর্যন্ত থাকতে পারবেনা।''