নিজস্ব প্রতিবেদন: ভোটযুদ্ধ মধ্যগগনে। বিক্ষিপ্ত অশান্তির আবহেই মিটেছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। আগামী সোমবার রাজ্যের সাত আসনে পঞ্চম দফার ভোটগ্রহণ। তার আগে মঙ্গলবার আমডাঙায় নির্বাচনী প্রচারে আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নেত্রীর বক্তব্যের মাঝেই সভায় চরম বিশৃঙ্খলা দেখা যায়। সভাস্থলে এক মহিলার বাচ্চা হারিয়ে যাওয়ায় শোরগোল পড়ে যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আপনি কি ব্রিটিশ নাগরিক? রাহুল গান্ধীকে নোটিস পাঠিয়ে জানতে চাইল স্বরাষ্ট্রমন্ত্রক


সভার মঞ্চ থেকেই মাইক হাতে তাঁদের শান্ত করার চেষ্টা করেন মমতা। তবে তাতেও কাজ হয় না। মাইক হাতে মমতা বলেন "বাচ্চা হারিয়ে গিয়েছে, ঠিক আছে, খুঁজে পাওয়া যাবে। বসে পড়ুন। মিটিংটা নষ্ট করবেন না প্লিজ। পুলিসকে বলে নামটা লিখে আনুন, আমি মাইকে ঘোষণা করছি।" এরপর দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, "না আমি আর মিটিং করব না, মুডটাই নষ্ট হয়ে গেল। যাও না, একটু দেখো, মিটিং নষ্ট হচ্ছে তো। বাচ্চা খোঁজো আগে।"  এরপরই নিখোঁজ বাচ্চাটির খোঁজ মেলে। ফের বক্তব্য রাখতে শুরু করেন তৃণমূল নেত্রী।


তবে এদিন ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক এদিন আমডাঙার কী বললেন মমতা


* বাংলায় ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা করছেন মোদী। কিন্তু বাংলার মানুষ তা হতে দেবেন না।
* বাংলায় বিভাজন ঘটানোর চেষ্টা করছেন মোদী ।
* আগে এখানে দুটো আসন পেয়েছিল এবার বাংলায় গোল্লা পাবে।
* মোদী আগে বলত আমি চাওয়ালা, এখন বলে আমি এখন চৌকিদার।
* বিজেপিকে কবর দিন। যাতে ভারতের রাজনীতিতে কোনও দিন মাথা তুলতে না পারে। শপথ নিন ওদের আর ভোট দেবেন না। 
* মোদীর প্রার্থী পদ বাতিল হওয়া উচিৎ।
* ঝড় বৃষ্টি হলে চিন্তা করবেন না আমরা দেখে নেব। 
* বিজেপি যে ভাষায় কথা বলে কানে নেওয়া যায় না। 
* লোকটাকে প্রধানমন্ত্রী বলতে লজ্জা হয়। 
* ওরা বাংলায় আসছে উস্কানি দিতে।
* মোদীকে কাঁকর মেশানো রসগোল্লা দেব।
* দাঙ্গাবাজদের দল বিজেপি।
* যে ভাষায় কথা বলছে শুনলে লজ্জা হয়।



উল্লেখ্য, এদিন ফের সিপিএম-কংগ্রেস-বিজেপি আঁতাঁতের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।