নিজস্ব প্রতিবেদন:  পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ভোট প্রচারে গিয়ে ভারতী ঘোষকে 'অশিক্ষিত' বলে কটাক্ষ করলেন দেব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মঙ্গলবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর ডেবরা এলাকায় প্রচার করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার সকালে ডেবয়ার অর্জুনী, পশ্চিম লহনা, মাড়তলা-সহ একাধিক জায়গায় গাড়ি করে প্রচার করেন। কোথাও পথসভা, কোথাও কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ভোট চাইছেন দেব। ভারতী ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি তাঁকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ''শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকের মত কথা বলেন, তাঁর নাম ভারতী ঘোষ।''


ভারতের মানুষ 'জয় শ্রী রাম' বলবে না তো কি পাকিস্তানের মানুষ বলবে? প্রশ্ন অমিত শাহের
প্রসঙ্গত, ত শনিবার ঘাটালে গিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ তৃণমূল কর্মীদের উদ্দেশ বলেন, ''উত্তরপ্রদেশ থেকে হাজার লোক নিয়ে এসে কুকুরের মতো মারব।''
এর পরই তীব্র সমালোচনার ঝড় ওঠে। যদিও ভারতীর এই মন্তব্যকে সমর্থন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।