``মমতা প্রধানমন্ত্রী হলে কাশ্মীর পাকিস্তানে চলে যাবে``
`` কোনও বিজেপি কর্মীর গায়ে কেউ হাত দিলে, তার ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া হবে।``
নিজস্ব প্রতিবেদন: ''মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হলে কাশ্মীর পাকিস্তানে চলে যাবে।'' বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের।
তৃণমূলের ইশতেহারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ''বিজেপি যা বলে তাই করে দেখায় তাই ইশতেহার প্রকাশে দেরি হলেও ক্ষতি নেই। তৃণমূলের ইশতেহারে আবোল-তাবোল কথা বলা হয়েছে।''
'অ্যাসিড টেস্ট' উতরাতেই পারলেন না অর্জুন সিং, হারাতে হল ভাটপাড়ার পুরপ্রধানের পদ
প্রসঙ্গত তৃণমূলের প্রকাশিত ইশতেহারে পাকিস্তান সমস্যা সমাধানের কথা তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের খোঁচা, ''মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড় সমস্যা, সিঙ্গুর সমস্যা দূর করতে পারেননি, এমনকি সাম্প্রতিক সময়ের নেট-টেট থেকে যাবতীয় সমস্যাই সমাধান করতে পারেননি। এই অবস্থায় তৃণমূল সুপ্রিমো এখন যদি পাকিস্তান সমস্যা দূর করার কথা বলেন, তা কার্যত দিবাস্বপ্ন বলেই মনে হবে।''
মেদিনীপুর শহরে নির্বাচনের রণনীতি ঠিক করতে মেদিনীপুর বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ। তিনি বলেন,'' যত বিজেপি কর্মীর আক্রান্ত হবেন ততই লাভ বিজেপির।'' ফের একবার দিলীপ ঘোষের হুঁশিয়ারি, '' কোনও বিজেপি কর্মীর গায়ে কেউ হাত দিলে, তার ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া হবে।''