নিজস্ব প্রতিবেদন: বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর ঘিরে উত্তপ্ত ভাটপাড়া। এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় আহত হয়েছে ১ বিজেপি কর্মী। ঘটনাস্থলে গিয়েছে অর্জুন সিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আস্থা ভোটে অর্জুন সিংয়ের হারের পরই  ভাটপাড়া ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এলাকার বিজেপি কর্মীদের বাড়িতেও ভাঙচুর চলে। মুহূর্তের মধ্যেই গোটা ভাটপাড়ায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিস। 


'অ্যাসিড টেস্ট' উতরাতেই পারলেন না অর্জুন সিং, হারাতে হল ভাটপাড়ার পুরপ্রধানের পদ
প্রসঙ্গত, 
ভাটপাড়া ১৯ নং ওয়াডের বিজেপী  পাটি' অফিস ভাংচুর।  পাটি' অফিসে আগুন। এক বিজেপী কমি'র বাড়িতে ও ভাংচুর। আহত এক বিজেপির কমি'। ঘটনাস্থলে অরজুন সিং।
প্রসঙ্গত, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয়ে ভাটপাড়া পৌরসভার আস্থা ভোটে হেরে গেলেন অর্জুন সিং। ২২/১১ ভোটে হেরে যান অর্জুন সিং। এরফলে পুরপ্রধানের পদ থেকে সরতে হল অর্জুন সিংকে। ভাটপাড়ায় নতুন পুরপ্রধানের জন্য আবেদন করা হবে।