হুগলিতে জয়ী `বহিরাগত` লকেট চট্টোপাধ্যায়-ই, তৃণমূলের রত্না পরাজিত
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ভোট পেয়েছেন ৪৬.৪১ শতাংশ।
নিজস্ব প্রতিবেদন : হুগলি কেন্দ্রে জয়ী বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের রত্না দে নাগকে পিছনে ফেলে প্রায় ৭৭ হাজার ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী। উল্লেখ্য, ২০১৪ লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে জয় পেয়েছিলেন তৃণমূলের রত্না দে নাগ। সেবার ১ লাখ ৮৯ হাজার ভোটে জয়ী হন রত্না দে নাগ। কিন্তু এখন সবটাই অতীত।
কিন্তু এবার গণনা শুরু হতেই দেখা যায় পাশা উলটেছে। গণনার শুরু থেকেই এগিয়ে যান লকেট চট্টোপাধ্যায়। প্রায় সাড়ে ৬ লাখ ভোট পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে রত্না দে নাগের প্রাপ্ত ভোট ৬ লাখের গণ্ডি পেরয়নি। শতাংশের বিচারে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ভোট পেয়েছেন ৪৬.৪১ শতাংশ। সেখানে তৃণমূলের রত্না দে নাগ পেয়েছেন বেশ অনেকটা কম ৪০,৮৭ শতাংশ। উল্লেখ্য, বহিরাগত লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। কিন্তু ভোটের ফল বেরতেই দেখা গেল, অসন্তোষ কোনও প্রভাব ফেলেনি ভোটবাক্সে।
আরও পড়ুন, Loksabha Election 2019: বাংলায় বিজেপির ভোট বাড়ল ৪ গুণ, আতসকাচের তলায় বামেদের অস্তিত্ব
তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএম-এর প্রদীপ সাহা। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ১৪ হাজারের সামান্য কিছু বেশি। এবার লোকসভা নির্বাচনের ফলাফলে বিলুপ্ত বামেরা। এককালের রাজ্যের ৩৪ বছরের শাসকদল পশ্চিমবঙ্গের কোথাও খাতা-ই খুলতে পারেনি।