নিজস্ব প্রতিবেদন: জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিজয় চন্দ্র বর্মনের সমর্থনে পাল্টা সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই কোচবিহারের রাসমেলা ময়দানের সভামঞ্চ থেকে তৃণমূলকে ঝাঁঝাল আক্রমণ করেছেন নমো। আর তারই পাল্টা জবাব শানিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একদিকে যখন পদ্মপাতায় শান দিতে মোদী ম্যাজিকই ভরসা গেরুয়া শিবিরের। অন্যদিকে উত্তরবঙ্গে আধিপত্য কায়েমে দিদিকেই হাতিয়ার করেছে ঘাসফুলের দল। সব মিলিয়ে বাকযুদ্ধ, প্রচার, পাল্টা প্রচারে উত্তপ্ত ভোট বাজার। আজ ফের জলপাইগুড়ির সভামঞ্চ থেকে রণংদেহী মূর্তিতে তৃণমূল নেতৃত্ব। এদিনে সভায় এনআরসি নিয়ে মোদীকে ফের তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন একাধিক বিষয় নিয়ে। 


জলপাইগুড়ির প্রচার সভা থেকে কী বললেন তৃণমূল নেত্রী, এক ঝলকে


* বছরের পর বছর উত্তরবঙ্গের খোঁজ রাখেনি কেউ। বিগত ৭ বছরে এখানকার মানুষ যা পেয়েছে গত ৭০ বছরে তা পায়নি এই এলাকার মানুষ। 


* দুজনকে পুলিসকে সরিয়ে দিয়ে ভোটে জিতবেন ভাবছেন মোদী, পারবেন না। সবাই আমাদের লোক।
 
* জলপাইগুড়ি বিশ্ব ক্রিড়াঙ্গন কে তৈরি করেছে, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ কে করেছে
বাম, বিজেপি কেউ করেনি, তৃণমূল সরকার করেছে। 


* বাংলায় ৪২-এ ৪২টাই আসন চাই,তৃণমূল সরকার গড়বে, শ্রমিকদের পাশে দাঁড়াবে
মোদী বাবু আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে। 


* কিরণ বাগান চা বাগান আজ খুলেছে ১২০০০ কর্মীর ফের কর্মসংস্থান পেয়েছে। এর আগে একটাও চা বাগানের সুরাহা করে নি মোদী সরকার। চা বাগান খোলার প্রতিশ্রুতি রাখেনি মোদী


* ওরা বসন্তের কোকিল। ভোটের পর ফের পালায়, আমরা ৩৬৫ দিন মানুষের পাশে থাকি। আমি প্রতি মাসে আসি উত্তরবঙ্গে আসি। 


* যাঁরা দাঙ্গা লাগিয়েছিল তারা বিজেপির প্রার্থী হয়েছে। দিল্লির বাবুরা পাহাড়ে আগুন লাগিয়েছে আমরা নিভিয়েছি। আজ যখন জঙ্গলমহল পাহাড় কুচবিহার আলিপুর দুয়ার ভাল আছে তখন হিংসা করছে ওরা।  


* সব জায়গায় হারবে বিজেপি


* গো রক্ষার নামে মানুষ খুন করছে মোদী সরকার। নোটবন্দির টাকা জিএসটির কোটি কোটি টাকা রাস্তায় নেমে মানুষকে ভয় দেখাচ্ছে মোদী।


* ভোট দেবেন না ওদের, মাথায় রাখবেন মানুষকে কীভাবে বোকা বানাচ্ছে


* প্রধান মন্ত্রী এখানে নাটক করতে এসেছিলেন। 
* দিদি ভয় পাওয়ার লোক নয়। দিদি গুলির সামনে দাড়িয়ে লড়াই করে, বিজেপির মতো ডাকাতদের সঙ্গে লড়াই করতে যানে। এ জীবন লড়াই-এর জীবন। সংঘর্ষের জীবন। 
 
* ধাপ্পা দিয়ে সার্কিট বেঞ্চের উদ্বোধন করেছেন


* কন্যাশ্রী, সবুজসাথী, সমব্যথীর মতো অসংখ্য সুবিধা দিয়েছি। 


* বিজেপির রাজ্য ভোঁ ভাঁ। বাংলায় প্রতিটা পরিবারের কাছে কিছু না কিছু সাহায্য গিয়েছে।


* আমরা মিউটেশন ফি মুকুব করে দিয়েছি,


* কৃষকদের খাজনা মুকুব করা হয়েছে


* রিজার্ভ ব্যাঙ্ক থেকে সিবিআইসবাই বলছে বাইবাই


* মহম্বদ বিন তুঘলকের ঠাকুরদা মোদী


* কৃষক মেরে কৃষক প্রেম দেখাচ্ছে


* আমরা হাজার হাজার চাকরির বেতন বাড়াচ্ছি। ওদিকে বিএসএনএলের লোক মাইনে পাচ্ছে না, কিছুদিনের মধ্যেই ৩৫ হাজার ছেলেমেয়ের চাকরি যাবে। 



* বাংলার মাটি ছুঁয়ে, আঘাত করে দেখ হ্যাঙ্গারের তলায় ঢুকিয়ে দেব।