নিজস্ব প্রতিবেদন: প্রচারে গিয়ে আক্রান্ত বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। গাড়িতে হামলা, রড নিয়ে ভাঙচুর। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




সোমবার প্রচারে ক্রান্তি আউটপোস্ট এলাকায় গিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। অভিযোগ, ফেরার সময় একদল দুষ্কৃতী আচমকাই তাঁর ওপর হামলা চালায়। লোহার রড নিয়ে গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এবিষয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ''এইভাবে চলতে থাকলে রাজ্যের মানুষের পায়ের তলার মাটি সরে যাবে।'' ক্রান্তি আউটপোস্টে এফআইআর দায়ের করেন তিনি।


সরকারি কর্মীদের উদ্দেশে উদয়ন গুহর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক
যদিও এপ্রসঙ্গে স্থানীয় তৃণমূলনেতা তমাল সাহার দাবি, এটি বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপির কর্মী সমর্থকরাই রূপা গঙ্গোপাধ্যায়ের ওপর হামলা চালায়। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।