নিজস্ব প্রতিবেদন:  ''নির্বাচনী প্রচারে কে থাকবে, কে থাকতে পারবে না তার কোনও আইন নেই।'' তৃনমূলের হয়ে বাংলাদেশি  অভিনেতা ফিরদৌসের প্রচারে অংশ নেওয়া নিয়ে বিতর্ক প্রসঙ্গে বললেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


বুধবার  সকাল থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শেওড়াফুলি ফাঁড়ি মোড় থেকে প্রচার শুরু করেন। বড় বড় হাত পাখায় প্রার্থীর ছবি নিয়ে ভোট প্রচারে অংশ নেন তৃনমূল সমর্থকরা। তখনই ফিরদৌস প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে, এই কথা বলেন। 


ভোটের মুখে নিজের গড়ই সামলাতে ব্যর্থ দিলীপ ঘোষ, বিজেপির গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র খড়্গপুর


প্রসঙ্গত, ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারে অংশ নিয়েছিলেন বাংলাদেশি নাগরিক ফিরদৌস। অভিনেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ভারত সরকার। রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চেয়েছিলেন অভিনেতা ফিরদৌস। বিজেপির অভিযোগের পর বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রক। অভিবাসন দফতর রিপোর্টে জানায়, ভারতে কাজের জন্য ভিসা দেওয়া হয়েছিল ফিরদৌসকে। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করেছেন অভিনেতা। অভিবাসন দফতরের রিপোর্টের ভিত্তিতে ফিরদৌসের ব্যবসায়িক ভিসা বাতিল করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁকে অবিলম্বে ভারত ত্যাগের নোটিস দেওয়া হয়েছে।