ভোট মিটতেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমান
সোমবার ভোট পর্ব মিটে যাওয়ার পর ভাতারের শিকারপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে।
নিজস্ব প্রতিবেদন: ভোট মিটতেই শাসকদলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত পূর্ব বর্ধমানের ভাতার। সংঘর্ষে জখম হয়েছেন চার জন তৃণমূল কর্মী। তাঁদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সোমবার ভোট পর্ব মিটে যাওয়ার পর ভাতারের শিকারপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী বিবাদে জড়িয়ে পড়ে। স্থানীয় তৃণমূল নেতা বাসুদেব যশের অনুগামীদের সঙ্গে ঝামেলা হয় ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডলের অনুগামীদের। গ্রামের দখল বা ক্ষমতা কোন গোষ্ঠীর হাতে থাকবে, তা নিয়েই মূলত হয় লড়াই।
তৃণমূলের পোলিং এজেন্টকে মেরে হাসপাতালে পাঠাল সিপিএম
বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলে হামলা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জখম হয়েছেন চার তৃণমূল কর্মী সমর্থক।