নিজস্ব প্রতিবেদন : অর্জুন সিংয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দ্বারস্থ  তৃণমূল কংগ্রেস। ভাটপাড়ায় পুরসভায় আস্থা ভোটে হেরে যাওয়ার পর অর্জুন সিং তৃণমূল কর্মীদের ভয় দেখাচ্ছেন। এই  অভিযোগে তাঁর বিরুদ্ধে আজ কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভিযোগ, অর্জুন সিং প্রতিনিয়ত ফোনে হুমকি দিচ্ছেন। মিঠু চট্টোপাধ্যায় নামে এক শিক্ষক নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে। হুমকির ঘটনায় টিটাগড় থানায় অভিযোগও দায়ের হয়েছে। এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা সম্রাট তপাদার। তাঁর অভিযোগ, অর্জুন সিং সন্ত্রাস তৈরির চেষ্টা করছে।


আরও পড়ুন, বিজেপির অভিযোগে ভোটের একদিন আগেই অপসারিত কোচবিহারের পুলিস সুপার


প্রসঙ্গত গতকাল ভাটপাড়া পুরসভায় অ্যাসিড টেস্টে হারতে হয় অর্জুন সিংকে। ভেঙে যায় ভাটপাড়া পুরসভার বোর্ড। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হন অর্জুন সিং। আস্থা ভোটে হেরে যান অর্জুন সিং। ২২/১১ ভোটে হেরে যান অর্জুন। এর ফলে পুরপ্রধানের পদ থেকে সরতে হয় অর্জুন সিংকে।


আরও পড়ুন, ডায়মন্ডহারবারের বাম প্রার্থী ফুয়াদ হালিমকে বাঁশপেটা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কমিশনে


যদিও কাল-ই অর্জুন সিং দাবি করেন, ''পুরপ্রধান তৃণমূলের হলেও আমাদের কিছু যায় আসে না। চাপ দিয়েই কাউন্সিলরদের ভোট দেওয়া হয়েছে।'' আরও দাবি করেন, অনাস্থা প্রস্তাবের দিন ৩৩ জনের মধ্যে ৮ জন বাদ দিয়ে কেউই তৃণমূলের পক্ষে থাকবেন না। এটিকে 'কৌশলী হার' বলেও উল্লেখ করেন অর্জুন সিং।