নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বীরভূমের মল্লারপুর। বিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




অভিযোগ,  সোমবারই মল্লারপুরের বুথে বিজেপি পোলিং এজেন্টকে ঢুকতে দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃনমূলের বিরুদ্ধে। তখন থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছিলো।
মঙ্গলবার সকালে বাজারে যাওয়ার সময়ে বিজেপির এক পোলিং এজেন্টের ওপর তৃনমূল কর্মী সমর্থকরা হামলা করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে  এক পোলিং এজেন্টের আঙুল কেটে নেয় বলে অভিযোগ।  আরও একজন বিজেপি পোলিং এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপানো হয়।  তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
প্রতিরোধ গড়তে বিজেপি কর্মী সমর্থকরা লাঠি নিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ।