ভোট মরসুমে মিমের ঝড় নেট পাড়ায়, `গণনায়` তৎপর নেটিজেনরাও
চলছে গণনা প্রক্রিয়া। গম্ভীর বাতাবরণে চলছে ভাগ্য নির্ধারণ। ম্যান অফ দ্য ম্যাচ কে? কেই বা ক্লিন বোল্ড আউট, সেরার শিরোপা কার মুকুটে এখন তারই অপেক্ষা। তবে গণনা কেন্দ্রে পৌছাতে না পারলেও দমেনি নেটিজেনরা। ফেসবুক, টুইটারের দেওয়ালকেই তাঁরা স্ট্রং-রুম বানিয়ে সেখানেই বিচার বিবেচনা চালাচ্ছেন তাঁরাই।
নিজস্ব প্রতিবেদন: দিল্লির মসনদ কে পাবে তার আনুমানিক হিসাব সেরে ফেলা হয়েছে বুথ ফেরৎ সমীক্ষাতেই। আজ এসপার নয় ওসপার। ব্যালট কাউন্টিং, ইভিএমের হিসাব-নিকাশ নিয়ে আপাতত ব্যস্ত গোটা রাজ্য তথা দেশ। তবে চুপ করে বসে নেই নেট পাড়াও। তারাও নিজেদের মতো করেই সাজিয়ে নিয়েছে ফলাফলের তরজা। সবমিলিয়ে ভোটের পারদ আপাতত তঙ্গে। টেক্কা দিতে পিছিয়ে নেই আম জনতাও। ফেসবুক টুইটার জুড়ে ট্রেন্ডিং-এ রয়েছে
নানান মতের পশরা নিয়ে ভোটর শুরুথেকেই তাঁরা হাজির। কেউ বাম পন্থায় বিশ্বাসী, কেউ আবার গেরুয়া শিবিরে, কেউ কেউ জোড়াফুলের সমর্থক। সবমিলিয়ে লাল, কমলা, সবুজে আপাতত রঙীন নেটপাড়া
উল্লেখ্য, ১১ এপ্রিল থেকে ১৯ মে চলেছে সপ্তদশ লোকসভার ভোট গ্রহণ পর্ব। দেশের ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্যবিচার আজ। অধিকাংশ সংস্থার বুথ ফেরত সমীক্ষাই বলেছে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে গেয়ুয়া শিবির। অন্যদিকে মুখ্যমন্ত্রা সাফ জানিয়েছেন বুথ ফেরত সমীক্ষা মানেন না তিনি। এসবের মধ্যে নেটিজেনও কোনও অংশেই পিছিয়ে নেই।