জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জলপাইগুড়িতে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। অভিষেক তোপ দাগেন, 'বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বিজেপি। বাংলার টাকা আটকে রেখেছে বিজেপি। বাংলার মানুষের টাকা বন্ধ করেছে বিজেপি। বাংলাকে আবাস যোজনার টাকা দেয়নি। এদিকে ৩ হাজার কোটি টাকা খরচ করে রামমন্দির তৈরি করেছে। কিন্তু বহু মানুষকে মাথার ছাদ দিচ্ছে না। বিজেপি নেতারাই বলছে বাংলার টাকা আটকে রেখেছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Bangaon: 'বাবা, আমি টাকা পাঠালে ফল কিনে খেও'! সেই বাবা এখন ছেলের মৃতদেহের অপেক্ষায়...


এমনকী আরও বলেন, 'আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। একশো দিনের কাজের টাকা দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই টাকা আপনারা পেয়েছেন।" আসন্ন লোকসভা ভোটে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেওয়ার আহ্বান জানান অভিষেক। বলেন, "আপনারা ধূপগুড়ি আমাদের দিয়েছেন। অনেক বাধা পেরিয়ে ধূপগুড়িতে আমরা জিতেছি। এবার ভোটেও নিজের অধিকার বুঝে নেবেন আপনারা।'


বাংলার প্রাপ্য টাকা, মোদীর গ্যারান্টি নিয়েও এদিন সভামঞ্চ থেকে কটাক্ষ করে অভিষেক বলেন, 'আমি এই জেলাগুলিতে যখনই এসেছি আমাকে খালি হাতে ফেরাননি। ধূপগুড়ি উপ নির্বাচনে জিতিয়েছেন। আপনাদের প্রণাম। আমি যখন এসে কথা দিয়েছি। কথা রেখেছি। আমি নবজোয়ার করেছি। মানুষ আমাকে রাস্তায় থামিয়ে বলেছিল লক্ষীর ভাণ্ডার বাড়াতে। ২০১৯ সালে আপনারা নিজেরা ভোট দিতে পেরেছিলেন? সবাই ধর্ম নিয়ে ভোট দিয়েছে। মানুষ চেয়েছে বলে আমরা নেতা। মানুষ চাইলেই হঠিয়ে দিতে পারে। ২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট হয়েছে। পঞ্চায়েত ভোটে ১০০ দিনের টাকা পাবেন বলে ভোট দিতে বলেছিলাম, পেয়েছেন।'


মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, '৫ বছর ধরে বিজেপির সাংসদরা কিছুই করেনি। বিজেপি খালি ভাষণ দেয়। টাকা দিয়েছি বলে আজ বিজ্ঞাপন দিয়েছে। আমি টুইট করে বলেছি, টক শোতে আসার চ্যালেঞ্জ করেছি। আমি বিজেপিকে বলছি, আপনি আবাসের টাকা দিয়েছেন। প্রমাণ থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন।ময়নাগুড়িতে বিজেপি যুব মোর্চার আসার কথা। কেউ আসেনি। কি মোদি বাবু। টাকার হিসাব দিন। শ্বেতপত্র দিন। ১৫ লাখ টাকা করে সবাইকে দেবে বলেছিল কাওকে দিয়েছে?'



আরও পড়ুন, Namkhana: ভিন রাজ্যে কাজে গিয়ে চার তলা থেকে নীচে পড়ে মৃত্যু নাবালকের...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)