নিজস্ব প্রতিবেদন :  ভালো নির্বাচন হচ্ছে। কিছু জায়গা থেকে অভিযোগ আসছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ প্রসঙ্গে বললেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, "এখনও পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। চোপড়ায় প্রথমে ভোট দিতে পারছিল না মানুষ। পরে পুলিস, অবজার্ভার গিয়ে ১৫০ জনকে বুঝিয়ে আনে।" তবে তাঁরা ভোট দিতে রাজি হননি বলে জানিয়েছেন তিনি। যদিও কোনও বড় পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি বলেও জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। জানান, পরিস্থিতি খতিয়ে দেখে আলোচনা চলছে।


আরও পড়ুন, 'আক্রান্ত' সেলিম, ইসলামপুরে বাম প্রার্থীর গাড়িতে হামলা  


প্রসঙ্গত, এর আগে বাগডোগরা থেকে কলকাতা ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবেও স্বাভাবিক ভোটের কথা বলেন। তিনি জানান, মোটের উপর স্বাভাবিক দ্বিতীয় দফার ভোট। দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আরও পড়ুন, চোপড়ায় পুলিসি পাহারায় বুথে ভোটাররা, 'স্বাভাবিক ভোট' বললেন দুবে


বুধবারই রাজ্যে আসেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। প্রথম দফার পর কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি। তারপরই মঙ্গলবার বিশেষ পর্যবেক্ষক হিসেবে অজয় নায়েককে নিয়োগ করে কমিশন। কার্যত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাথায় বসানো হয়েছে বিশেষ পর্যবেক্ষককে।