নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় বাহিনীকে কার্যত মোদীর 'দালাল' বলে অভিহিত করলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতির বার্তা, কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে। মোদীর দালালি করলে চলবে না।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন অনুব্রত বলেন,''কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাবেন না। তাঁরা তাঁদের মতো কাজ করবে, আপনারা আপনাদের মতো। কেন্দ্রীয় বাহিনী দেখলে স্যালুট জানাবেন। কেন্দ্রীয় বাহিনীকেও নিরপেক্ষ কাজ করতে হবে। যেন মোদীর দালালি না করে, চামচাগিরি না করে। মানুষের দালালি করুন। প্রত্যেক বুথে নকুলদানা রাখবেন। নকুলদানা পৌঁছে দেবেন''।


কম যান না উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রীতিমতো হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, ''ভোটের পর আর কেন্দ্রীয় বাহিনী থাকবে না। আমরা কিন্তু থাকব সারা বছর। তাই মনে করে জোড়া ফুলেই ভোট দেবেন।"



এর আগে ফিরহাদ হাকিম দাবি করেন, কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় ভোটারদের ভয় দেখাচ্ছে। ভোটের দেড় মাস আগে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। 


আরও পড়ুন- তৃণমূল ঠেকাতে পাহাড়ে হাত মেলাল মোর্চা-জিএনএলএফ, অনুঘটক বিজেপি?