নিজস্ব প্রতিবেদন: জোট সরকার ক্ষমতায় আসলে কাশ্মীর সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়ল না বিরোধীরা। বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহার কটাক্ষ, আগে ভাঙড় সমস্যার সমাধান করুন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কথায়,''রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার করুন''।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা ভোটের আগে তৃণমূলের ইস্তাহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''কেন্দ্রে জোট সরকার ক্ষমতায় আসার পর কাশ্মীর সমস্যার সমাধান করা হবে। আমাকে দায়িত্ব দেবেন। আমি কাশ্মীর গিয়ে থাকব। আমি সবসময় ইতিবাচক থাকি''। মমতার বক্তব্যে বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহার খোঁচা, আগে ভাঙড় সমস্যার সমাধান করুন, তারপর কাশ্মীর নিয়ে ভাববেন।        



বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বিতর্কিত মন্তব্য, কাশ্মীর কি কলি হয়ে লাভ নেই। রাজ্যের গণতন্ত্র ভূলুণ্ঠিত। আগে গণতন্ত্র পুনরুদ্ধার করুন। বিমান বসু আরও বলেন, ''এসএসসি চাকরিপ্রার্থীদের অনশনে গিয়ে ছেদো কথা বলে এলেন। নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেই তো ব্যবস্থা হয়ে যেত। উনি তো চোরচোট্টাদের রাজত্ব তৈরি করছেন। মিটিং-মিছিল করার অপরাধে কোর্টে হাজিরা দিতে হচ্ছে বিরোধীদের। রাজ্যে গণতন্ত্র কোথায়? কোনও দলই তো প্রচার করতে পারছে না''।   


আরও পড়ুন- আশ্বস্ত হও, অনশনের ২৮দিনে এসএসসি চাকরিপ্রার্থীদের মাঝে মমতা