নিজস্ব প্রতিবেদন: পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই প্রায় সাড়ে চার সাড়শো ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে উত্তপ্ত বীরভূমের নলহাটি। সকলেই বিজেপি সমর্থক বলে দাবি গেরুয়া শিবিরের। পরে পুলিসি নিরাপত্তায় ভোটকেন্দ্রে যান ভোটাররা। কিন্তু তখনও তাঁদের বাধাদান করে দুষ্কৃতীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস।            


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নলহাটি হাবিসপুর প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে চারশো ভোটারকে বাধাদান করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। আর এরপরই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, তাঁদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। মাঝ রাস্তায় বাধা দেওয়া হয়েছে।  


পরে পুলিসের নিরাপত্তায় বুথে আসেন ভোটাররা। সেই সময় তাঁদের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। তারা তৃণমূলের সমর্থক বলে দাবি স্থানীয়দের। পুলিসের সামনেই চলে দুপক্ষের হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। পরে আবার সুষ্ঠুভাবে শুরু হয় ভোটপ্রক্রিয়া।  


আরও পড়ুন- ভোটদানে বাধা, নানুরে দুষ্কৃতীদের ঠেঙিয়ে এলাকাছাড়া করল বিজেপির মহিলা বাহিনী