নিজস্ব প্রতিবেদন: বিক্ষিপ্ত ঝামেলা-অশান্তি আবহেই শেষ বেলায় পৌঁছে গিয়েছে ভোট উৎসব। ভাটপাড়া, শাসন, ইসলামপুর-সহ একাধিক এলাকা থেকে এসেছে বোমাবাজির খবর। ভোট চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠল নস্করপাড়া। এদিন দুপুরে হঠাৎই বোমার আওয়াজে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কুলারি, পূর্ব বারুইপুর-সহ বেশ কিছু এলাকায় অশান্তির সৃষ্টি হয়। দুই দলের বচসা গড়ায় হাতাহাতিতে, চলে মারধরও। ঘটনাস্থলে কোনও পুলিসবাহিনী না থাকায় পরিস্থিতি আরও অবনতি ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে তৃণমূলের এক কর্মী।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ছোটখাট হিংসার ঘটনা ঘটেছে, ভোটের লাইনে দাঁড়িয়ে মন্তব্য মুনমুন সেনের


বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ তৃণমূলরের কর্মীরা এসে তাঁদের মারধর করে। অন্যদিকে তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপির কর্মীরা তাঁদের বাড়ি ভাঙচুর করেছে। পরিস্থিতি চরমে পৌঁছালে পুলিস এসে নিয়ন্ত্রণ করে। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। তবে সবমিলিয়ে শেষ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের ওপর ভোট শান্তিপূর্ণ বলেই মনে করা হচ্ছে।