তপনে আক্রান্ত বিজেপি কর্মী, বন্দুকের বাঁটের আঘাতে ফাটল মাথা
![তপনে আক্রান্ত বিজেপি কর্মী, বন্দুকের বাঁটের আঘাতে ফাটল মাথা তপনে আক্রান্ত বিজেপি কর্মী, বন্দুকের বাঁটের আঘাতে ফাটল মাথা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2019/04/23/188486-12.jpg?itok=7848I1co)
বিজেপির অভিযোগ, ওই বুথে দখলের চেষ্টা করছিল শাসকদল।
নিজস্ব প্রতিবেদন : আক্রান্ত বিজেপি কর্মী। দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীর নাম মন্টু রায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের তপনে।
আরও পড়ুন, ভোটারদের মার, ইভিএম-এ নজরদারি! উত্তেজনা কুশমন্ডিতে
অভিযোগ, তপনের ১৪৮ নম্বর বুথে মন্টু রায় নামে ওই বিজেপি কর্মীর উপর হামলা হয়। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁকে। মারের চোটে মন্টু রায়ের মাথা ফেটে যায়। হাত ভেঙে যায়। বিজেপির অভিযোগ, ওই বুথে দখলের চেষ্টা করছিল শাসকদল। বুথ জ্যামের চেষ্টা আটাকাতে গিয়ে আক্রান্ত হন মন্টু রায়। তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন, রেললাইনে আটকে গেল মিমির গাড়ি, দাঁড়িয়ে পড়ল ট্রেন
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। কিছু পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আরও পড়ুন, ছাপ্পা ভোটে সাহায্যের অভিযোগ, রতুয়ায় সরানো হল প্রিসাইডিং অফিসারকে