ভোটপ্রচারে তৃণমূলকে কার্যত খুনের হুমকি দিলেন দিলীপ ঘোষ!
ভোটপ্রচারে ফের বিতর্কিত মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী প্রচারে গিয়ে কার্যত খুনের হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেশপুরের সভায় দিলীপের হুঁশিয়ারি, বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে ডেথ সার্টিফিকেট লিখে দেব। মাটির তলায় থাকলেও খুঁড়ে বের করব।
লোকসভা ভোটের প্রচারে চলছে বিতর্কিত কথাবার্তার ঝড়। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল, সায়ন্তন বসুদের সতর্ক করেছে নির্বাচন কমিশন। এবার শাসক দলের কর্মীদের কার্যত খুনের হুমকি দিলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন,''বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে পৃথিবীর যেখানে লুকিয়ে পড়ো, মাটির তলায় লোকালেও খুঁড়ে বের করব''।
তিনি আরও বলেন,''না শোধরালে কোনও বেটাকে পরোয়া করি না। দরকার হলে পশ্চিমবঙ্গের অন্য কোথাও প্রচারে যাব না, কেশপুরের অঞ্চলে অঞ্চলে ঘুরব। দেখে নেব, দিদির কত গুন্ডা আছে! কে মায়ের কত দুধ খেয়েছে, কার দুটো মাথা আছে।
দিলীপের হুঁশিয়ারি, যদি পালটে না ফেল, কেশপুরে তৃণমূলের শেষপুর করে ছাড়ব। ছেলেপুলেদের নিয়ে যদি ঘর করতে চান, তাহলে এক সপ্তাহ সময় দিয়ে যাচ্ছি। কালীঘাট থেকে দিদি এসেও বাঁচাতে পারবে না। কোনও মোটা মন্ত্রী পাতলা মন্ত্রী মেদিনীপুরে কিছু করতে পারবে না রাস্তায় কাপড় খুলে নেব, দিলীপ ঘোষের সেই দম আছে। প্রসঙ্গত, রবিবার ভারতী ঘোষের কনভয়ে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা।
দিলীপের হুঁশিয়ারি নিয়ে কেশপুর তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় পান বলেন, ''নোংরা লোক নোংরা কথা বলতেই পারে, এনিয়ে কোনও কথা বলব না।
এর আগে বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু বলেছিলেন, ''ভোটের দিন পুলিসকে থানায় আটকে রাখুন। বুথ দখল করতে এলে গুলি করুন।'' বলেন, ''আধা সেনাকে বলব পায়ে নয়, বুকে গুলি করুন।'' জনসভায় সায়ন্তন বসু আরও বলেন, ''বেচাল করলে চাল ঠান্ডা করে দেব। কত ঔরঙ্গজেবকে ঠিক করেছি, একটা দুটো শাহজাহান ঠিক করতে পারব না!" কর্মীদের উদ্দেশে তিনি বার্তা দেন, "এই লড়াই গণতন্ত্র বাঁচানোর। মার খেয়ে প্যানপ্যান করবেন না। মার খেয়ে পাল্টা মার দিয়ে ফোন করবেন। অত্যাচার করলে ছাড়বেন না। যারা মারতে আসবে তাদের মেরে মরবেন।'' এই মন্তব্যের জন্য সায়ন্তনকে শোকজ করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন- মমতার সৌজন্যে ডেলো ও নিজাম প্যালেসে সুদীপ্তর সঙ্গে সাক্ষাত্, বিস্ফোরক মুকুল