নিজস্ব প্রতিবেদন : তাড়া করছে আতঙ্ক। কেন্দ্রীয় বাহিনী ছাড়া তাই ভোট করাতে রাজি নন ভোটকর্মীরা। ডাক দিলেন ভোট বয়কটের। ঘটনাটি ঘটেছে নদিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নদিয়ার চাপড়ায় দইয়ের বাজার বিদ্যামন্দিরে বুথ সংখ্যা ৫টি। অভিযোগ, ভোটে নিরাপত্তা দিতে স্কুলে এখনও পর্যন্ত কোনও কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়নি। আর এতেই বেঁকে বসেছেন ভোটকর্মীরা। কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা।


আরও পড়ুন, "২০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী থাকলেও ৬ লাখ ভোটে জিতব"


ইতিমধ্যেই কমিশনকে একথা জানিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের অভিযোগ, এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি। আর সেকারণেই আতঙ্কে ভুগছেন তাঁরা। উল্লেখ্য, আগামিকালের ভোটে নদিয়ায় ১৩০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নদিয়ার দুটি কেন্দ্র কৃষ্ণনগর ও রানাঘাটে ভোট আগামিকাল।