নিজস্ব প্রতিবেদন: নদিয়ার কৃষ্ণনগরে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে বিজেপির থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সতর্ক করতে গিয়ে বিতর্ক উস্কে দিলেন ফিরহাদ হাকিম। বললেন, ''এবারের ভোট ইয়ারকি মারার ভোট নয়। আনন্দ করার ভোট নয়। আজকের ভোট মোদী রামের ভোট। কালকে মাথা তুলে থাকতে পারব কিনা, তার ভোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সংখ্যালঘুরা ভয়ের পরিবেশে রয়েছে বলে দাবি করেন ফিরহাদ হাকিম। তাঁর কথায়,''উত্তরপ্রদেশে নমাজ পরতে গেলে টুপিটা পকেটে যাওয়ার কথা বলে  মা। বজরং দল দেখলে মেরে দেবে। মসজিদে গিয়ে টুপি পরবি''।


অসহিষ্ণুতার প্রসঙ্গ টেনে কলকাতার মেয়র মন্তব্য করেন,''ইউপিতে মানুষ বলছে, গরুর চেয়ে মানুষের দাম কম। লিখে নিন, সাধারণ মানুষকে গরু খাওয়ার জন্য মেরে দিয়েছে বজরং দল''।  গোমাংস রফতানিকারীর বিজেপির যোগের অভিযোগ করেন ফিরহাদ। তাঁর দাবি, বিফের এক্সপোর্টার কে সঙ্গীত সিং, বিজেপির বিধায়ক। আর এক এক্সপোর্টার শ্রীকান্ত শর্মা পশ্চিম উত্তরপ্রদেশের সহ-সভাপতি। গরুর মাংস এক্সপোর্ট করছ অসুবিধা নেই। কিন্তু মানুষ খেলে দোষ। কেন গরুর মাংস ব্যান হল? গোমাংস নিষিদ্ধ করে বিজেপি ব্যবসায়ীদের সুবিধা করে দিয়েছে বলে দাবি করেন ফিরহাদ।



ফিরহাদের হাকিমের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগ করেছে বিজেপি। নির্বাচন কমিশনে নালিশ জানানোর কথাও জানিয়েছে তারা।