নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'ওপেন মিটিং'-এর চ্যালেঞ্জ ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটার সভামঞ্চ থেকে মমতা বলেন, "একসঙ্গে ওপেন মিটিং করুন। মিটিংয়ে আপনি থাকবেন, আমি থাকব। আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেব।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রাজ্যে লোকসভা নির্বাচনী প্রচারে এদিন শিলিগুড়িতে সভা করেন প্রধানমন্ত্রী মোদী। শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'স্পিড ব্রেকার' বলে কটাক্ষ করেন মোদী। তোপ দাগেন, 'স্পিড ব্রেকার' মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার উন্নয়নের চাকা স্তব্ধ হয়ে গিয়েছে। মোদীকে পাল্টা 'এক্সপায়ারি বাবু' বলে দিনহাটা সভা থেকে এর জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।


দিনহাটার সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "প্রধানমন্ত্রী হিসেবে এক্সপায়ারি বাবু। এবার থেকে আর প্রধানমন্ত্রী বলব না। বলব, এক্সপায়ারি বাবু।" প্রধানমন্ত্রী মোদী মিথ্যা কথা বলে মানুষকে ভাঁওতা দিচ্ছেন বলে তোপ দাগেন তিনি। বলেন, "৫৬ ইঞ্চির ছাতি নিয়ে ৬০ ইঞ্চি মিথ্যে কথা বলছেন।"


আরও পড়ুন, 'বাংলার উন্নয়নে স্পিড ব্রেকার দিদি!'  মমতাকে কড়া আক্রমণ মোদীর


দিনহাটার সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁর সরকার যা বলে তা করে দেখায়। মোদী সরকারের মত মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। তিনি বলেন, কন্যাশ্রী, সবুজসাথী, ২টাকা কিলো দরে চাল, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়েছেন রাজ্যের মানুষ। শস্যবিমার পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়। কৃষিঋণে খাজনা মকুব করা হয়েছে।


এদিন শিলিগুড়ির সভা থেকে মোদী আহ্বান জানান, "যে-ই প্রার্থী হোক, ভোটটা আমাকে দিন।" এর পাল্টা দিনহাটার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াফুলে ভোট দিয়ে বিজেপিকে বয়কট করার ডাক দেন। বলেন, "প্রত্যেকটা ভোট বিজেপির বিরুদ্ধে দিন। জোড়া ফুলে ভোট দিন। দিল্লিকে দেখিয়ে দিন। মোদীকে কবর দিন।"