নিজস্ব প্রতিবেদন : "তাপস অসুস্থ। তাই দু'মাস কাজে আসতে পারেনি। ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।" নদিয়ার পানিঘাটার সভায় এভাবেই তাপস পালের হয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী?


রোজভ্যালি দুর্নীতিতে অভিযুক্ত তাপস পাল। তৃণমূলের অন্দরের খবর,  তাপস পাল গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ বা সম্পর্ক রাখেনি দল। এমনকি, এবার লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে আর প্রার্থীও করা হয়নি তাপস পালকে। তাঁব বদলে টিকিট দেওয়া হয়েছে করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্রকে।


আরও পড়ুন, অব্যবস্থায় ক্ষুব্ধ, নদিয়ায় বক্তব্য থামিয়ে সোজা গিয়ে বসে পড়লেন মমতা


কিন্তু মহুয়া মৈত্রের হয়ে প্রচারেও একবারের জন্যও দেখা যায় নি তাপস পালকে। সেখানে হঠাত্ শনিবার জনসভায় তাপস পালের হয়ে তৃণমূল নেত্রীর ক্ষমা চেয়ে নেওয়া নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এড়িয়ে গিয়েছেন গ্ৰেফতারি প্রসঙ্গ।