রাস্তা হারাল মুখ্যমন্ত্রীর কপ্টার, মাঝ আকাশে ৩৩ মিনিট চক্কর!
২২ মিনিটের পথ পৌঁছতে সময় লাগে ৫৫ মিনিট। আকাশে চক্কর কাটতে থাকে কপ্টার।
নিজস্ব প্রতিবেদন : বিভ্রাটের 'শিকার' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। চোপড়া যাওয়ার পথে রাস্তা হারিয়ে ফেলল মুখ্যমন্ত্রীর চপার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ায় জনসভায় যোগ দিতে যাওয়ার সময়।
শিলিগুড়ি থেকে চোপড়া ২২ মিনিটের পথ। কিন্তু সেই ২২ মিনিটের পথ পৌঁছতে সময় লাগে ৫৫ মিনিট। প্রায় ৩৩ মিনিট আকাশে চক্কর কাটে কপ্টার। সভায় পৌঁছে নিজেই একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন, নিজে উপস্থিত থেকে কোচবিহারের ভোট পরিচালনা করবেন বিবেক দুবে
উল্লেখ্য, উত্তর দিনাজপুরে অবস্থিত চোপড়ার ভৌগোলিক অবস্থানের আন্তর্জাতিক গুরুত্ব অনেকখানি। চোপড়া এলাকাটি কার্যত 'চিকেন লেগ'। যার পশ্চিমদিকে নেপালের এয়ারস্পেস, পূর্বদিকে বাংলাদেশের এয়ারস্পেস। এখন রাস্তা হারিয়ে ভিন দেশের আকাশসীমানায় মুখ্যমন্ত্রীর কপ্টারের ঢুকে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হতে পারত।