বাম প্রার্থীদের খুনের হুমকির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে
পল্লব সেনগুপ্ত সহ অন্যান্য়দের অভিযোগ খানিকদূরে দাঁড়িয়ে হাসনাবাদ থানার এস আই প্রশান্ত মণ্ডল ঘটনাটি দেখলেও কোনও প্রতিবাদ করেননি তিনি
নিজস্ব প্রতিবেদন: বাম প্রার্থীর গাড়ি আটকে প্রকাশ্যে খুনের হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, সোমবার বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার মুরারীশাহ চৌমাথায়। এদিন সি পি আই(এম)মুরারীশাহ পার্টি দপ্তরে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে কর্মীসভার আয়োজন করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট সমর্থিত সি পি আই প্রার্থী পল্লব সেনগুপ্ত। অভিযোগ কর্মিসভা চলাকালীনও বামকর্মীদের ফোনে খুনের হুমকি আসতে থাকে।
আরও পড়ুন: বেঁচে থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, কোচবিহারে পরিবার নিয়ে মোদীকে আক্রমণ মমতার
বাজারে আসা স্থানীয়বাসিন্দাদের দাবি তৃণমূলের বেশ কিছু কর্মী বোমা মজুত করতে থাকে মুরারীশাহ বাজারে। এরপর কর্মিসভা শেষ করে পল্লব সেনগুপ্ত সহ অন্যান্য় সমর্থকরা গাড়ি নিয়ে রওনা দেওয়ার সময় মুরারীশাহ গ্রাম পঞ্চায়েতের ২০২ নং বুথের সদস্য তৃণমূল কংগ্রেস কর্মী আজগার গাজি, সারিফুল গাজি ওরফে কালু-সহ বেশ কয়েকজন তাঁদের গাড়ি আটকায়।
পল্লব সেনগুপ্ত সহ অন্যান্য়দের অভিযোগ খানিকদূরে দাঁড়িয়ে হাসনাবাদ থানার এস আই প্রশান্ত মণ্ডল ঘটনাটি দেখলেও কোনও প্রতিবাদ করেননি তিনি