নিজস্ব প্রতিবেদন : প্রচার চলাকালীন বিজেপি প্রার্থীর উপর হামলা অভিযোগ উঠল। হামলার জেরে আহত হয়েছেন পঞ্চায়েত সমিতির এক সদস্য। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদায়। হামলার ঘটনায় শাসকদল তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শুক্রবার সকালে  ঝালদা ২ নম্বর ব্লকের মাঝিডি গ্রামে প্রচার করছিলেন পুরুলিয়া লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত। অভিযোগ, সেইসময় আচমকাই এক সশস্ত্র দুষ্কৃতী জ্যোতির্ময় মাহাতকে আক্রমণ করেন। তিনি কোনওভাবে সরে গিয়ে রক্ষা পান। কিন্তু অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন স্থানীয় বিজেপি নেতা শালিগ্রাম মাহাত। জখম নেতা শালিগ্রাম মাহাত ঝালদা ২ পঞ্চায়েত সমিতির সদস্য।



শালিগ্রাম মাহাত


আরও পড়ুন, বিজেপিকে ভোট দিলেই ধর্ষণ করা হবে, পোস্টার পড়ল চন্দ্রকোনায়


বর্তমানে দেবেন মাহাত সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। হার নিশ্চিত জেনেই প্রশাসনের মদতে তৃণমূল এই ধরনের কাজ করছে বলে দাবি গেরুয়া বাহিনীর। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।