নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের প্রার্থী তালিকা মানেই চমক। এবারও তার অন্যথা হল না। একদিকে যেমন যাদবপুর ও বসিরহাট থেকে প্রার্থী করা হল অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে। তেমনই, বাঁকুড়া আসন থেকে প্রার্থী করা হল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জিকে।  এই প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী করা হল সুব্রত মুখার্জিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে বিজেপিকে আটকাতে এবার প্রার্থী তালিকায় রাজনৈতিক ব্যক্তিদের উপর বেশি জোর দেওয়া হবে, এমন আভাস আগেই মিলেছিল। দলীয় সূত্রে জানা গিয়েছিল, বেশ কয়েকজন বিধায়ককে এবার লোকসভা ভোটে প্রার্থী করা হবে। চূড়ান্ত তালিকা ঘোষণা হতেই দেখা গেল, প্রার্থী করা হয়েছে বিধায়ক মহুয়া মৈত্র, শ্যামল সাঁতরা, অসিত মালকে। ঠিক তেমনই প্রার্থী করা হয়েছে খোদ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে।


বাঁকুড়ার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সুব্রত মুখার্জি নাম। নাম ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুব্রত মুখার্জি বলেন, "আমি আগে কোনওদিন সংসদে যাইনি। সুযোগ পেলে নিশ্চয় মানুষের জন্য কাজ করব। তৃণমূল কংগ্রেস প্রত্যেক নেতা-কর্মীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। তিনি যা দায়িত্ব দেবেন, তা পালন করব।" এবার লোকসভা নির্বাচনে রাজ্য়ে পদ্মবাগান তৈরিতে মরিয়া বিজেপি। কিন্তু বিজেপিকে মোটেই আমল দিচ্ছেন না পঞ্চায়েত মন্ত্রী তথা বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রতবাবু। তাঁর কথায় ঝরে পড়ল সেই আত্মবিশ্বাস। তিনি বলেন, "বিজেপি ভাড়াটে সৈন্যবাহিনী নিয়ে খুব বেশি দাগ কাটতে পারেনি।"


আরও পড়ুন, লোকসভা নির্বাচন ২০১৯: তৃণমূল প্রার্থী তালিকায় 'তারকা চমক' মিমি-নুসরত


তবে, একদিকে যখন এক সুব্রতর রাজ্যস্তর থেকে জাতীয় স্তরে উত্তরণ ঘটল, তখন আরেক সুব্রত যেন কিছুটা 'আড়ালে' চলে গেলেন। লোকসভা ভোটে এবার প্রার্থী তালিকায় নেই দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির নাম। ২০১৪ লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ নির্বাচিত হন সুব্রত বক্সী। কিন্তু এবার ভোটে দাঁড়াচ্ছেন না সুব্রত বক্সী। প্রার্থী তালিকা ঘোষণার সময় সাংবাদিক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন," সুব্রত বক্সী নিজেই ভোটে লড়ায় অনিচ্ছাপ্রকাশ করেন। দলের হয়ে কাজ করতে চান তিনি। তাই তাঁকে প্রার্থী করা হয়নি।"



আরও পড়ুন, নকুলদানা দেওয়া শুরু হয়ে গিয়েছে, জানালেন অনুব্রত