লোকসভা নির্বাচন ২০১৯: তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা
`তারকা প্রার্থী` নয়, বরং রাজনৈতিক ব্যক্তিত্বকে-ই প্রার্থী নির্বাচনে গুরুত্ব বেশি। সাংসদ হিসেবে পারফর্ম্যান্স খতিয়ে দেখে তারপরই লোকসভা ভোটে লড়ার টিকিট।
নিজস্ব প্রতিবেদন : আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তৃণমূলের অন্দরের খবর, এদিন বিকেল সাড়ে ৩টে নাগাদ ২০১৯ লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখেছেন দলনেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সূত্রে খবর, সাংসদ হিসেবে পারফর্ম্যান্স, কোন সাংসদ তাঁর নিজের লোকসভা কেন্দ্রে কতটা কাজ করেছেন, দলের হয়ে কতখানি কাজ করেছেন, কার জনসংযোগ কতটা, মানুষের কাছে কার গ্রহণযোগ্যতা কেমন, স্বচ্ছ ভাবমূর্তি প্রভৃতি মাপকাঠির নিরিখেই নির্বাচন করা হচ্ছে প্রার্থী। 'তারকা প্রার্থী' নয়, বরং রাজনৈতিক ব্যক্তিত্বকে-ই এবার প্রার্থী নির্বাচনে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
একনজরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা: কে ছিলেন, কে হতে পারেন?
কোচবিহার
ছিলেন-পার্থপ্রতিম রায়
সম্ভাব্য- পার্থপ্রতিম রায়/বংশীবদন বর্মন
আলিপুরদুয়ার
ছিলেন- দশরথ তিরকে
সম্ভাব্য- দশরথ তিরকে
জলপাইগুড়ি
ছিলেন-বিজয় বর্মন
সম্ভাব্য- বিজয় বর্মন
দার্জিলিং
ছিলেন- বাইচুং ভুটিয়া
সম্ভাব্য- অমর রাই
রায়গঞ্জ
ছিলেন- সত্যরঞ্জন দাসমুন্সি
সম্ভাব্য- কানহাইয়ালাল আগরওয়াল
বালুরঘাট
ছিলেন- অর্পিতা ঘোষ
সম্ভাব্য- অর্পিতা ঘোষ
মালদহ উত্তর
ছিলেন- সৌমিত্র রায়
সম্ভাব্য- মৌসম বেনজির নূর
মালদহ দক্ষিণ
ছিলেন- মোয়াজ্জেম হোসেন
সম্ভাব্য- মোয়াজ্জেম হোসেন
জঙ্গিপুর
ছিলেন- হাজি নুরুল ইসলাম
সম্ভাব্য- খলিলুর রহমান
মুর্শিদাবাদ
ছিলেন- মহম্মদ আলি
সম্ভাব্য- আবু তাহের
বহরমপুর
ছিলেন- ইন্দ্রনীল সেন
সম্ভাব্য- অপূর্ব সরকার
কৃষ্ণনগর
ছিলেন- তাপস পাল
সম্ভাব্য- মহুয়া মৈত্র
রানাঘাট
ছিলেন- তাপস মণ্ডল
সম্ভাব্য- সৌগত বর্মন
বনগাঁ
ছিলেন- মমতাবালা ঠাকুর
সম্ভাব্য- মমতাবালা ঠাকুর
বারাকপুর
ছিলেন- দীনেশ ত্রিবেদী
সম্ভাব্য- দীনেশ ত্রিবেদী
দমদম
ছিলেন- সৌগত রায়
সম্ভাব্য- সৌগত রায়
বারাসত
ছিলেন- কাকলি ঘোষ দস্তিদার
সম্ভাব্য- কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট
ছিলেন- ইদ্রিশ আলি
সম্ভাব্য- মোর্তাজা হোসেন
জয়নগর
ছিলেন- প্রতিমা মণ্ডল
সম্ভাব্য- প্রতিমা মণ্ডল
মথুরাপুর
ছিলেন- সি এম জাটুয়া
সম্ভাব্য- সি এম জাটুয়া
ডায়মন্ডহারবার
ছিলেন- অভিষেক বন্দ্যোপাধ্যায়
সম্ভাব্য- অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর
ছিলেন- সুগত বসু
সম্ভাব্য- সুগত বসু/অরূপ বিশ্বাস
কলকাতা দক্ষিণ
ছিলেন- সুব্রত বক্সি
সম্ভাব্য- সুব্রত বক্সি
কলকাতা উত্তর
ছিলেন- সুদীপ বন্দ্যোপাধ্যায়
সম্ভাব্য- সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া
ছিলেন- প্রসূন বন্দ্যোপাধ্যায়
সম্ভাব্য- প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া
ছিলেন- সাজদা আহমেদ
সম্ভাব্য- সাজদা আহমেদ
শ্রীরামপুর
ছিলেন- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
সম্ভাব্য- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি
ছিলেন- রত্না দে নাগ
সম্ভাব্য- রত্না দে নাগ
আরামবাগ
ছিলেন- অপরূপা পোদ্দার
সম্ভাব্য- অসীমা পাত্র
তমলুক
ছিলেন- দিব্যেন্দু অধিকারী
সম্ভাব্য- দিব্যেন্দু অধিকারী
কাঁথি
ছিলেন- শিশির অধিকারী
সম্ভাব্য- শিশির অধিকারী
ঘাটাল
ছিলেন- দীপক অধিকারী (দেব)
সম্ভাব্য- দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম
ছিলেন- উমা সোরেন
সম্ভাব্য- নিত্যানন্দ হেমব্রম/ বীরবাহ টুডু
মেদিনীপুর
ছিলেন- সন্ধ্যা রায়
সম্ভাব্য- মানস ভুঁইয়া
পুরুলিয়া
ছিলেন- মৃগাঙ্ক মাহাত
সম্ভাব্য- মৃগাঙ্ক মাহাত
বাঁকুড়া
ছিলেন- মুনমুন সেন
সম্ভাব্য- শম্পা দরিপা/ সমীর চক্রবর্তী
বিষ্ণুপুর
ছিলেন- সৌমিত্র খাঁ
সম্ভাব্য- শ্যামল সাঁতরা
বর্ধমান পূর্ব
ছিলেন- সুনীল মন্ডল
সম্ভাব্য- সুনীল মন্ডল
বর্ধমান দুর্গাপুর
ছিলেন- মমতা সঙ্ঘমিত্রা
সম্ভাব্য- নুসরত জাহান/ ইন্দ্রানী হালদার
আসানসোল
ছিলেন- দোলা সেন
সম্ভাব্য- জিতেন্দ্রকুমার তিওয়ারি/ কর্নেল দীপ্তাংশু চৌধুরি
বোলপুর
ছিলেন- অনুপম হাজরা
সম্ভাব্য- অসিত মাল
বীরভূম
ছিলেন- শতাব্দী রায়
সম্ভাব্য- অভিজিত্ সিনহা (রানা)
আরও পড়ুন, লোকসভা নির্বাচন ২০১৯: প্রার্থী তালিকা তৈরিতে ৪ বিষয়ে জোর তৃণমূলের