নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুরে সভায় যাওয়ার পথে মমতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিয়োটি নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলল তৃণমূল। তাদের দাবি, ভিডিয়োটি বিকৃত করে মিথ্যা প্রচার করছে তৃণমূল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি বেঙ্গল টুইটার হ্যান্ডলে একটি ভিডিয়ো টুইট করা হয়েছে। বিজেপির দাবি, রাস্তা দিয়ে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তখন 'জয় শ্রী রাম' স্লোগান দিচ্ছিলেন কয়েকজন। গাড়ি থেকে তত্ক্ষণাত্ নেমে পড়েন তৃণমূল নেত্রী। বোঝা যায়, 'জয় শ্রী রাম' স্লোগান যাঁরা দিচ্ছিলেন, তাঁরা পালিয়ে গিয়েছেন।     



তৃণমূলের দাবি, ভিডিয়োটি বিকৃত করা হয়েছে। একমাত্র এই কাজটাই ওরা ভাল করতে পারে। টুইটারে তৃণমূল লিখেছে, বিজেপি মরিয়া হয়ে উঠেছে। ওরা একটি ভিডিয়ো বিকৃত করে মিথ্যা প্রচার করছে। কারণ ওরা একমাত্র এই কাজটাই ভালো করতে পারে। বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপিও এটা ভালো করেই জানে। ২৩ মে-র পর ওদের লুকোনোর জায়গা থাকবে না। 



বিজেপির বক্তব্য, 'জয় শ্রী রাম' স্লোগান শুনে কেন বিরক্ত হলেন দিদি?     


আরও পড়ুন- শেষ দফার আগে কলকাতায় রোড শো করতে আসছেন অমিত শাহ