নিজস্ব প্রতিবেদন: ভোটারকে সঙ্গে নিয়ে কে বুথে ঢুকবেন, এই ছিল অশান্তির উৎস। অভিযোগ, কালিয়াচক ৩ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের গোপালনগরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত হন এক মহিলা-সহ ৩ জন ভোটার। বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। সংঘর্ষের জেরে গুরুতর আহত হন হাবুল সেখ, ভগু মিঞা ও সিতারা বিবি। ইতিমধ্যেই তাঁদের গোলাপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের পাঁচ আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই ডোমকল, হরিহরপাড়া, কুশমন্ডি-সহ একাধিক জায়গা থেকে উঠে এসেছে অশান্তির খবর। ছাপ্পা ভোটে সহায়তার অভিযোগে ভোট চলাকালীনই রতুয়ার বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য নির্বাচন চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে রাজ্যের ৯২ শতাংশ কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করেছে নির্বাচন কমিশন।



এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্ব চলছে ।