Suvendu Adhikari:`আমার নাম করে লিখে রাখুন...` উপনির্বাচনের ফলে ফের সরব শুভেন্দু..
Suvendu Adhikari: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সবুজ-ঝড়। ধরাশায়ী বিজেপি। এমনকী, একুশের বিধানসভা ভোটে জেতা মাদারিহাট আসনটিও হাতছাড়া হয়ে দিয়েছে গেরুয়াশিবিরের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'সাগরদিঘি মডেল'! রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল নিয়ে ফের সরব শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার বললেন, ' আমার নাম করে লিখে রাখুন, সাধারণ নির্বাচনে নৈহাটি, মেদিনীপুর, তালড্যাংরায় এবং মাদারিহাট বিজেপি জিতবে। সিতাইয়ে ৪০ শতাংশ মুসলাম, ও সিট বিজেপি পাবে না। ৮০ শতাংশ মুসলমান বাস করেন হাড়োয়া, পাবে না'।
আরও পড়ুন: Bardhaman: খোদ বিধায়কের শ্বশুরবাড়িতেই হুকিং করে বিদ্যুত্ সংযোগ! শোরগোল হতেই...
রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সবুজ-ঝড়। ধরাশায়ী বিজেপি। এমনকী, একুশের বিধানসভা ভোটে জেতা মাদারিহাট আসনটিও হাতছাড়া হয়ে দিয়েছে গেরুয়াশিবিরের। শুভেন্দু বলেন, 'সাগরদিঘিতে নির্বাচনে তৃণমূল হারার পরে ৬ মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হয়েছিল। এই উপনির্বাচনে গ্রামীণ এলাকায় পুলিসের লোকেরা, ভিলেজ পুলিস, সিভিক পুলিস ও ওসি-আইসিরা গিয়ে বলেছে সাগরদিঘি মডেল। আবাস যোজনা যে বাড়ির তালিকা, ওই বুথকে বাদ দেওয়া হবে'। তাঁর কথায়, 'উপনির্বাচনের ফল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না'।
ঘটনাটি ঠিক কী? বিধায়করা এখন সাংসদ। উপনির্বাচন হল রাজ্যের ৬ বিধানসভা আসনে। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি, মেদিনীপুর আর বাঁকুড়ার ত্যালড্যাংরা। কবে? ১৩ নভেম্বর। গতকাল শনিবার ফল ঘোষণার পর দেখা যায়, ৬ আসনেই জিতেছে তৃণমূল।
এর আগে, গতকাল শনিবার ফল বেরনোর পর শুভেন্দু বলেছিলেন, 'বাংলায় উপনির্বাচনে ভোটই হয় না। তাই কোনও বিপর্যয় হয়নি! নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চা করতে হবে এবার থেকে। সবসময়ে রাস্তায় থাকতে হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)