ওয়েব ডেস্ক: কলকাতায় চুরি যাওয়া শিশুর খোঁজ মিলল মালদায়। গাজোলের  হরিরামপুরের ১ দম্পতিকে  আটক করেছে পুলিস। তাদের জেরা করে শিশু পাচার চক্রের মূল পাণ্ডাদের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেয়ের বয়স ৯। অথচ পুত্রসন্তানের  বাসনা  দীর্ঘ দিনের। অবশেষে পুত্রসন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় জয়নগর গ্রামের রতন এবং প্রতিমা ব্যাপারি। খবর পেয়ে দম্পতির সঙ্গে যোগাযোগ করে শিশু পাচার চক্রের দালালরা। দিন কয়েক আগে ১ দালাল রতন ব্যাপারিকে ফোনে কলকাতায় আসতে বলে।  ৬০ হাজার টাকায় হাতে মেলে ২ মাসের ফুটফুটে পুত্রসন্তান ।


দু দিন আগে সন্তান ফেরত চেয়ে ফোন আসে রতন ব্যাপারির বাড়িতে।  রবিবার  বাড়িতে হানা দেয় পুলিস। আটক করা হয় ব্যাপারি দম্পতিকে। পুলিসের দাবি, গাজোলে উদ্ধার হওয়া শিশুটি মানিকতলা থেকে চুরি যাওয়া। যদিও এব্যাপারে তাঁরা কিছুই জানত না বলে দাবি রতন এবং প্রতিমা ব্যাপারির। পুত্র সন্তান লাভের আশায় তারা এ কাজ করেছে বলে পুলিসের কাছে স্বীকার করেছে ব্যাপারি দম্পতি। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় পুলিস।  ফলে শিশু পাচার চক্রে তদন্তকারীদের স্ক্যানারে থাকছে গাজোলের এই দম্পতি। পুলিসের দাবি, তাদের জেরা করে চক্রের বাকি পাণ্ডাদের হদিশ পাওয়া সম্ভব।