তৃতীয় দফার আগে ডানকুনি টোল প্লাজায় বাজেয়াপ্ত প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র
কোথায় এই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল তাও ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন: তৃতীয় দফার ভোটের আগে ডানকুনিতে ধরা পড়ল প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র। ঝাড়খন্ড থেকে কলকাতাগামী বাসে কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করে সিআইডি ও চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা।
ধৃত ব্রিজ কিশোর তেওয়ারী ঝাড়খন্ডের পালামৌ জেলার রেহেলা থানার তোরলা গ্রামের বাসিন্দা। শুক্রবার ভোরে ওই ব্যাক্তি বাসে করে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। ডানকুনি টোল প্লাজার কাছে সিআইডি ও ডানকুনি থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পরে ব্রিজ কিশোর।
ডানকুনি টোল প্লাজায় বাস আসতেই গোয়েন্দারা সেই বাসে তল্লাশি চালায়। আটক হয় ব্রিজ কিশোর। তার ব্যাগ থেকে ৭ টি ওয়ান শার্টার গান একটি সেভেন এম এম পিস্তল ও ২০০ রাউন্ড গুলি উদ্ধার হয়। নির্বাচন চলছে রাজ্যে,তৃতীয় দফার ভোট আগামী ৬ এপ্রিল। এই সময় কি উদ্যেশ্যে এত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। কোথায় এই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল তাও ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে।