আইও-কে সরাতে নিজেই নিজেকে `অশালীন মেসেজ` পাঠাত এমএ-র ছাত্রী
ওয়েব ডেস্ক : চাপের মুখে কুকীর্তি ফাঁস। আইও-কে সরাতে তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছিল নৈহাটির এমএ-র ছাত্রী গৌরী মুখার্জি। গত সোমবার নৈহাটি থানার আইও তপন শীলের বিরুদ্ধে ফোনে উত্যক্ত করার অভিযোগ করে গৌরী মুখার্জি।
তাঁর অভিযোগ ছিল, তপনবাবু তাঁকে প্রেমের প্রস্তাব দেন। না মানায় নিয়মিত ফোনে তাঁকে উত্যক্ত করা শুরু করেন। এমনকি ধর্ষণেরও হুমকি দেন বলে অভিযোগ করেন গৌরী। তড়িঘড়ি তপন শীলকে পুলিস লাইনে ক্লোজ করা হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। তাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।
আদতে তপনবাবুকে ফাঁসাতে নিজেই অন্য একটি মোবাইল থেকে নিজের নম্বরে অশালীন মেসেজ পাঠাত গৌরী। ক্যামেরার সামনে তা স্বীকারও করে নিয়েছেন তিনি। গৌরীর আইনজীবীর বিরুদ্ধে মানহানি ও ষড়যন্ত্রের মামলা দায়ের করতে চলেছে পুলিস। রাজসাক্ষী করা হতে পারে গৌরীকে।
আরও পড়ুন, সরকারি আধিকারিকের মদ্যপানের ছবি ফাঁস করে আক্রান্ত ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক