নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা ভোটে তৃণমূল (TMC) কমপক্ষে ২২১টি আসন পাবে। আজ পুরুলিয়ার কাশীপুরের জনসভায় জোর গলায় এমনই দাবি করেলন তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। এর পাশাপাশি, এদিন মদন মিত্র চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari)। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে 'বেইমান' বলে কটাক্ষ করেন মদন মিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন কাশীপুরের সভায় মদন মিত্র (Madan Mitra) বলেন, "আসন্ন ২০২১ বিধানসভা ভোটে ২২১ আসনে জয়ী হয়ে আবার তৃণমূল কংগ্রেস আবার রাজ্যে সরকার গঠন করবে।" বিজেপিকে উদ্দেশ করে আরও বলেন, "দুধ মাঙ্গোগে, তো ক্ষীর দেঙ্গে। অউর পুরুলিয়া মাঙ্গোগে, তো চির দেঙ্গে।" শুধু শুভেন্দু অধিকারী নয়, এদিন মদন মিত্রের আক্রমণের নিশানায় ছিলেন দলত্যাগী সব নেতারা-ই। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদেরকে এদিন 'এঁটো মাল' বলে সভায় মন্তব্য করতেও শোনা যায় মদন মিত্রকে।


প্রসঙ্গত, মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে যোগদানের পরই তোপ দেগেছিলেন মদন মিত্র। প্রাক্তন সতীর্থকে নিশানা করে সেদিন বলেছিলেন, "২০১৪ থেকে বেইমানি করে আসছে, আজ তা স্বীকার করল। ছুরি মেরেছে। আজ তৃণমুল বেইমানমুক্ত।"


আরও পড়ুন, সমঝোতার হাত বাড়াল CPM, Left-Congress-র সঙ্গে 'সেক্যুলার' আব্বাস সিদ্দিকি?


'তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরুন,' হাসপাতালে Arup Roy-কে দেখে এসে বললেন Rajib