নিজস্ব প্রতিবেদন: পরনে পাট ভাঙা ধুতি-পাঞ্জাবী। গলায় গান । কামারহাটি বিধানসভা কেন্দ্রের মানুষের উদ্দেশ্যে ফেসবুক লাইভ করলেন মদন মিত্র। জানালেন ইদের শুভেচ্ছা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রথমবার বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল টাকা, আলাদা করে উল্লেখ PM Modi-র     


এক মাসও হয়নি। এই তো ১৭ই এপ্রিলের ঘটনা। কামারহাটি(Kamarhati) বিধানসভা ভোটের দিন বিকেলে শ্বাসকষ্ট। তার টেবিলে লুটিয়ে পড়ার ছবিতে বেড়েছিল উদ্বেগ। অক্সিজেন স্যাচুরেশন নেমে এসেছিল ৬০-এ। ১৬ লিটার তরল অক্সিজেন দেওয়া হয়েছিল মদন মিত্রকে(Madan Mitra)। বাকিটা শুধুই ফিরে আসার গল্প। সত্যিই মদন মিত্রকে দেখে বলতে ইচ্ছা করে এভাবেও ফিরে আসা যায়।



আরও পড়ুন-রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও ১ কোটি ৯২ লক্ষ টিকা বিনামূল্যে দেবে কেন্দ্র, ঘোষণা জাভড়েকরের


ঈদের দিন, মদন মিত্র আবার ফুল মুডে। করোনা মানেই মৃত্যু নয়। করোনা মানেই সব শেষ নয়। পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পরেও এইভাবে পজিটিভ। জীবনে কামব্যাক করার এই উজ্জ্বল উদাহরণ যা বহু কোভিড রোগীদের অনুপ্রেরণা জোগাবে।