ওয়েব ডেস্ক: মদন তামাং হত্যা মামলায় নিন্ম আদালতের রায়ে স্বস্তিতে মোর্চা সভাপতি বিমল গুরুং। সমস্ত অভিযোগ থেকে এদিন তাঁকে নিষ্কৃতি দিল নিন্ম আদালত। বিচারক জানিয়েছেন, বিমল গুরুংয়ের বিরুদ্ধে আনা অভিযোগ তথ্য দ্বারা প্রমাণিত হয়নি। বিচারক কুন্দন কুমার কুমাই আরও বলেন খুনের সময় (মদন তামাং খুন) গুরুং সেখানে ছিলেন না। এরপরই মদন তামাং হত্যাকাণ্ডে বিমল গুরুংকে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতি দেন বিচারক। উল্লেখ্য, ষড়যন্ত্র এবং খুন, এই দুই ধারা থেকেই বিমল গুরুংকে নিষ্কৃতি দিয়েছে আদালত। সারদা তদন্তের খবর জানুন- কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের মুখে রাজ্য পুলিসের তিন শীর্ষ আধিকারিক, দাবি কুণালের


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


বিমল গুরুং ছাড়া বাকি ৪৭ জন অভিযুক্তদের বিরুদ্ধে আগামী ২৮ তারিখই চার্জ ফ্রেম করা হবে বলেও জানান বিচারক কুন্দন কুমার কুমাই। বিমল গুরুংয়ের স্ত্রী আশা গুরুং, মোর্চা নেতা রোশন গিড়ি এবং হরকা বাহাদুর ছেত্রী সহ বাকিদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয় আদালত। উল্লেখ্য, মৃত মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাংয়ের অভিযোগের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট মদন তামাং হত্যাকাণ্ডে সিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।